

পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান সাইদ আনোয়ার। খেলোয়াড়ি জীবনে বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকদের মুগ্ধ করেছেন তার ব্যাটিং দিয়ে। পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য রমিজ রাজা মনে করেন ব্যাটিংয়ের ধরণে সাইদ আনোয়ারের সঙ্গে মিল রয়েছে তামিম ইকবালের।
রমিজ রাজার নিজস্ব ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে এসেছিলেন তামিম ইকবাল। সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করেন দুজন। এক পর্যায়ে বাঁহাতি তামিম ইকবালকে রমিজ রাজা জিজ্ঞাসা করেন তামিমের প্রিয় বাঁহাতি ব্যাটসম্যানের নাম।
উত্তরে তামিম বলেন, ‘আমি যখন থেকে খেলা দেখা শুরু করেছি আমি সনাথ জয়সুরিয়া ও সাইদ আনোয়ারের অনেক বড় ভক্ত ছিলাম।’
রমিজ রাজা তামিমের উত্তর শোনার পর বলেন, ‘তোমার মাঝে কিছুটা সাইদ আনোয়ারের ঝলক আছে।’
দ্বিমত পোষণ করে তামিম বলেন, ‘না, না, না। আমি তা মনে করি না, সাইদ ভাই আলাদা ছিলেন (হাসি)।’
রমিজ রাজা তখন বলেন, ‘যেভাবে তুমি ব্যাটে-বলে টাইমিং করো এটা আমাকে সাইদের কথা মনে করিয়ে দেয়। আমি সাইদ আনোয়ারের সঙ্গে অনেকটা সময় ক্রিকেট খেলেছি, সে তোমার মত খুবই সহজাত ছিল।’
১৯৮৯ সালে ওয়ানডে অভিষেকের পর সাইদ আনোয়ার পাকিস্তানের হয়ে ২৪৭ টি ওয়ানডে খেলেছেন। ২০ সেঞ্চুরি, ৪৩ ফিফটিতে ৫০ ওভারি ক্রিকেটে সাইদ আনোয়ার রান করেছেন ৮৮২৪, গড়টা ৩৯.২১। চেন্নাইয়ে ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ১৪৬ বলে ১৯৪ রান করেছিলেন সাইদ আনোয়ার, যা দীর্ঘদিন টিকে ছিল ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস হিসাবে।
১৯৯০-২০০১ সময়ে পাকিস্তানের হয়ে ৫৫ টি টেস্ট খেলেছেন সাইদ আনোয়ার। ৪৫.৫২ গড়ে সাদা পোশাকে সাইদ আনোয়ারের রান ৪০৫২। ১১ সেঞ্চুরির সাথে আছে ২৫ টি ফিফটি।
২০০৩ বিশ্বকাপ খেলার পর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজের আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির মালিক (সবমিলিয়ে ১৪ তম সেরা)।
প্রসঙ্গত তামিম ইকবাল এখন অব্দি ৬০ টেস্ট, ২০৭ ওয়ানডে ও ৭৮ টি টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন যথাক্রমে ৪৪০৫, ৭২০২ ও ১৭৫৮। ৯ টেস্ট সেঞ্চুরির মালিক তামিমের আছে ১৩ টি ওয়ানডে সেঞ্চুরি ও ১ টি টি-টোয়েন্টি সেঞ্চুরি।