

তামিম ইকবালের নিয়মিত লাইভ আড্ডায় বিপিএল ইস্যু আসাটা যেন অবধারিত। দেশের জমজমাট এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট নিয়ে দেশি বিদেশি তারকাদের সাথে আলাপ জমে উঠেছে তামিমের। সবশেষ আড্ডায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও আগ্রহ প্রকাশ করেছেন বিপিএল খেলার।
করোনাকালে গৃহবন্দী মানুষের সময়কে উপভোগ্য করে তুলতে নিয়মিত লাইভ আড্ডায় মেতেছেন টাইগারদের নয়া ওয়ানডে কাপ্তান তামিম। দেশসেরা এই ওপেনারের লাইভ আড্ডায় আজ (২১ মে) অতিথি হিসেবে ছিলেন কেন উইলিয়ামসন। লাইভ শো টির শেষ পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে, অংশ নিবে সাকিব ছাড়া পঞ্চ পান্ডবের বাকি চারজন (তামিম, মাশরাফি, মশফিক, রিয়াদ)।
উইলিয়ামসনের সাথে আড্ডার এক ফাঁকে তামিম বিপিএল প্রসঙ্গ টেনে বলেন, ‘তুমি জানো আমাদের একটা নিজস্ব ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে বিপিএল। টুর্নামেণ্ট শুরুর আগে এখানকার লোকরা খুব উত্তেজিত থাকে, তারা তোমাকেও বিপিএলে দেখতে চায়। সত্যি তারা চায় তুমি বিপিএল খেল। সুযোগ থাকলে তুমি কি বিপিএল খেলতে আগ্রহী?’
জবাবে কিউই দলপতি জানান, ‘আমি খুবই আগ্রহী। সময় বের করতে পারলে অবশ্যই চাইব বিপিএল খেলতে। এখানে দারুণ প্রতিযোগিতা হয়। অনেক ভালো কিছু বিষয় আছে এই টুর্নামেন্টের। দেখা যাক কী হয়।’
এর আগে লাইভ আড্ডায় দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসিসকেতো বিপিএলে নিজের দলে খেলার ওয়াদাও করিয়ে নিতে চেয়েছিলেনন তামিম।
তামিম বলেছিলেন, ‘তোমাকে ওয়াদা করতে হবে যে এবছর তুমি বিপিএল খেলতে আসবে, বিশেষ করে আমার দলের হয়ে।’
উত্তরে ফাফ ডু প্লেসিস বলেন, ‘তুমি জানো আমি তোমাকে আগেও বলেছি যে আমি অবশ্যই কোন না কোন সময়ে বিপিএল খেলতে আসবো। আমি মনে করি এটা এ নিয়ে কথা বলার জন্য সঠিক জায়গা না। তবে আমি বিপিএলে এসে খেলতে চাই। আমি জানি এটা দুর্দান্ত একটি টুর্নামেন্ট (হাসি)।’
ভারতীয় তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার সাথে আলাপে বিপিএলে একই দলে কয়েক মৌসুম খেলার সুবিধা নিয়েও আলোচনা করেন টাইগার ওপেনার।