

বিখ্যাত ক্রীড়াবিদদের জীবনী নিয়ে সিনেনা বানানো নতুন কিছু নয়। বাংলাদেশ দলের অভিজ্ঞ সেনানী, মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকে নিয়েও বায়োপিক নির্মান অস্বাভাবিক কিছু নয়। সেটা বাস্তবে হবে কিনা সময়ই বলে দিবে তবে তার আগে মুশফিক নিজে আবশ্য বেছে নিয়েছেন তাকে নিয়ে সিনেমা নির্মিত হলে নিজের চরিত্রে কাকে দেখতে চান। নিজের প্রিয় বলিউড অভিনেতা আমির খানকেই উপযুক্ত মনে করছেন টাইগারদের সাবেক অধিনায়ক।
সম্প্রতি জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘বিডিনিউজ২৪ডটকম’ এর সাথে লাইভ আড্ডায় অংশ নিয়ে মুশফিক জানিয়েছেন তার প্রিয় অভিনেতা সালমান খান ও আমির খান। নিজের চরিত্রে অভিনয় করানোর জন্য দুজনের মধ্য থেকে একজন বেছে নেওয়া কঠিন হলেও শেষ পর্যন্ত আমিরকেই রাখলেন এগিয়ে। অন্যদিকে গান গাওয়ার জন্য নিজেকে কখনোই উপযুক্ত বলে মনে না করা মুশফিক অবশ্য তবলা বাজাতে পারেন বলেও জানিয়েছেন।
নিজের বায়োপিকের জন্য আমির খানকে নির্বাচন করা প্রসঙ্গে মুশফিক বলেন, ‘আমার সালমান খান ও আমির খান খুব প্রিয় অভিনেতা। তো আমি আসলে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছি যে কাকে বলবো বা অনুরোধ করবো যে আমার চরিত্রে অভিনয় করবে। কিন্তু আমার কাছে মনে হয় আমির খান সবচেয়ে ভালো বিকল্প হবে।’
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মাহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহার উদ্দিনদের নিয়ে ইতোমধ্যে নির্মিত হয়েছে সিনেমা। ধোনিকে নিয়ে নির্মিত ‘এমএস ধোনিঃ দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় ধোনি চরিত্রে সুশান্ত সিং রাজপুত ও মোহাম্মদ আজহার উদ্দিনকে নিয়ে নির্মিত ‘আজহার’ সিনেমায় মোহাম্মদ আজহার উদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এদিকে সুযোগ হলে নিজের বায়োপিকে নিজেই অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন ভিরাট কোহলি তবে শর্তজুড়ে দিয়েছেন থাকতে হবে স্ত্রী আনুশকা শর্মাকে।
এদিকে ক্রিকেটের মত গান গাওয়াকেও শিল্প হিসেবে দেখা মুশফিক অনেক আগেই জেনে গেছেন তার দ্বারা এটি সম্ভব নয়, ‘ক্রিকেট খেলা যেমন একটা প্রতিভা, সাংবাদিকতা একটা প্রতিভা তেমন গান অবশ্যই অন্যরকম একটা স্কিল। আমি এটাতে এতটাই বাজে যে আমি কখনো নিজেকে ঐ জায়গাটায় চেষ্টাও করিনি। কারণ আমি চাইনা আমার গান গাওয়াতে অন্য কারও অসম্মান হোক। এটা অন্যরকম একটা শিল্প, আমার দ্বারা এটা হবেনা আমি জেনে গেছি।’
গান গাওয়ার জন্য যথেষ্ট প্রতিভা অভিজ্ঞ এই ব্যাটসম্যানের মধ্যে না থাকলেও ছোটবেলায় তালিম নেওয়া তবলা বাজাতে পারেন এখনো, ‘ছোটবেলায় আমি তবলা বাজাতে পারতাম। যখন বগুড়ায় ছিলাম তখন শিখতাম, বিকেএসপিতে আসার পর আর শেখা হয়নি। তবে বিকেএসপিতে কোন অনুষ্ঠান হলে বাজানোর চেষ্টা করতাম। কিন্তু এরপর আর সেভাবে শেখা হয়নি। এখনও পারি, হয়তো অতটা এক্সপার্ট না। বেসিক যে ব্যাপারগুলো সেগুলো কাভার করতে পারি।’