

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। শুধু খেলেন বললে ভুল হবে, দলটির মুখ্য চরিত্রই তিনি। করোনা ভাইরাসের কারণে শুরু হতে পারেনি আইপিএলের একাদশ আসর। ঘরবন্দি সময়ে পরিবারের সঙ্গে টিকটক করে ব্যস্ত সময়ই পার করছেন ওয়ার্নার।
প্রায় প্রতিদিনই টিকটকে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন ওয়ার্নার। আজ (২০ মে) ওয়ার্নার নেচেছেন এক তেলেগু গানে। সেটার অবশ্য একটা বিশেষ কারণ আছে। হায়দ্রাবাদে জন্ম নেওয়া তেলেগু সুপারস্টার এনটি রামা নন্দমুরি তারাকা রামা রাও জুনিয়র (জুনিয়র এনটিআর/ তারাক) এর আজ জন্মদিন (৩৭ তম)।
তার জন্মদিনে ২০১৬ সালে মুক্তি পাওয়া জনতা গ্যারেজের পাক্কা লোকাল গানে নেচেছেন ওয়ার্নার, স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে। সেই নাচের ভিডিও পোস্ট করে জুনিয়র এনটিআরকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।
ওয়ার্নার লেখেন, ‘শুভ জন্মদিন জুনিয়র এনটিআর, দারুণ এক দিন কাটাও। আমরা চেষ্টা করেছি, কিন্তু নাচটা বড্ড ফাস্ট!’
Happy birthday @tarak9999 have a great day. We tried but wow the dance is fast 😂😂 candywarner1 #jrntr #birthday #fun #dance https://t.co/WEETTf9v1u
— David Warner (@davidwarner31) May 20, 2020