

এই মুহূর্তে টক অব দ্য নেশন বলা চলে ফেসবুকে তামিম ইকবালের লাইভ আড্ডা। ইনস্টাগ্রামে মুশফিকুর রহিমকে দিয়ে শুরু করলেও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডার পর ফেসবুক পেইজে লাইভে আসা শুরু করেছেন তামিম। ফেসবুকেই ইতোমধ্যে ৮ টি শো (সবমিলে ১০) করে ফেলেছেন তামিম। দেশি ক্রিকেটারদের পাশাপাশি লাইভ আড্ডার অংশ হয়েছেন বিদেশী ক্রিকেটারও।
তামিমের লাইভ আড্ডার সর্বশেষ এপিসোডে অতিথি হিসাবে ছিলেন খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান। বিশেষ অতিথি হিসাবে শো এর মাঝখানে যোগ দেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ওয়াসিম আকরামও।
শো এর শেষের দিকে তামিম ইকবাল জানান আগামী ২১ মে তার পরবর্তী শো। যেখানে অতিথি কে হবেন তা তিনি জানান নি, সারপ্রাইজ হিসাবেই রেখেছেন তিনি। তবে বলেছেন শো এর সময়ে পরিবর্তন আসবে। যিনি অতিথি হয়ে আসবেন তার সাথে সময়ের পার্থক্যের কারণে দুপুরের দিকে শো টি হবে বলে জানান তিনি। ফেসবুক পেইজে পরবর্তীতে অতিথির নাম ও সময় জানিয়ে দিবেন তিনি।
তামিমের লাইভ শো তে এখন পর্যন্ত যারা এসেছেন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (ইনস্টাগ্রাম), মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ (বিশেষ অতিথি নাসির হোসেন), খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয় ও হাবিবুল বাশার সুমন, ফাফ ডু প্লেসিস, রোহিত শর্মা, লিটন দাস, মুমিনুল হক ও সৌম্য সরকার (বিশেষ অতিথি তাইজুল ইসলাম), ভিরাট কোহলি ও খালেদ মাসুদ পাইলট, আকরাম খান ও মিনহাজুল আবেদিন নান্নু (বিশেষ অতিথি ওয়াসিম আকরাম)।