নিজের বায়োপিকে অভিনয় করবেন কোহলি, যদি…

featured photo1 43
Vinkmag ad

বিখ্যাত ক্রীড়াবিদদের জীবনী নিয়ে সিনেমা তৈরি করা নতুন কিছু নয়। কিন্তু নিজের জীবনী নিয়ে নির্মিত বায়োপিকে নিজেই অভিনয় করার ঘটনা নেই বললেই চলে। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলি অবশ্য সেই প্রথা ভাঙতেও রাজি যদি পাশে থাকেন স্ত্রী আনুশকা শর্মা।

যেভাবে ব্যাট হাতে রাজত্ব করছেন ২২ গজে, নিকট ভবিষ্যতে কোহলিকে নিয়ে সিনেমা নির্মান হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে যদি খোদ কোহলিকেই দেখা যায় তবে ভক্তদের জন্য নিঃসন্দেহে বাড়তি কিছুই হওয়ার কথা।

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রির সাথে সম্প্রতি ইন্সটাগ্রাম লাইভে আড্ডা দেন দেশটির জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলির সাথে। আর সেখানেই ছেত্রি ভিরাটকে উদ্দেশ্য করে প্রশ্ন ছোঁড়েন নিজের বায়োপিকে অভিনয় করতে চান কিনা?

রানমেশিন কোহলির জবাব, ‘বায়োপিকে অবশ্যই অভিনয় করব, কিন্তু অনুশকাকে পাশে থাকতে হবে। তবে আমাকে একটা ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে দিন যে আমি অভিনয় করতে পারি। আবার আমি টুকটাক ফুটবলও খেলতে পারি তাই বলে কি আমাকে ইন্ডিয়ান সুপার লিগ (ভারতীয় জনপ্রিয় ফুটবল লিগ) খেলতে নামিয়ে দিবেন ?(হাসি)।’

নিজের চরিত্রে নিজে অভিনয় করলে কাজটা সহজ হবে উল্লেখ করে কোহলি যোগ করেন, ‘আমি পারবো (বায়োপিকে অভিনয়) কারণ আমার নিজের চরিত্র আমিই সবচেয়ে ভালো বুঝবো আশা করি। যদি কেউ আমার চেয়ে ভালো পারে তাহলে সেই উপযুক্ত।’

বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন বলে লোকে তাকে অভিনেতা ভাবলে ভুল করবে বলেও জানান ভারতীয় কাপ্তান, ‘আমি এটাই বলার চেষ্টা করেছি যে আমি অভিনয় করতে পারি বলে মানুষের একটা ভুল ধারণা রয়েছে। বিজ্ঞাপনগুলোতে আপনাকে কেবল একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে যেতে হয় এটা যে কেউই পারবে, আমি অভিনেতা নই। অভিনয় একটা শিল্প। আমি একজন পেশাদার ক্রিকেটার।’

৯৭ ডেস্ক

Read Previous

আগস্ট থেকে স্বাভাবিকভাবে শুরু করা যাবে ক্রিকেট

Read Next

আপীল করেছেন উমর আকমল

Total
10
Share