

দরজায় কড়া নাড়ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান দুই উৎসবের একটি ঈদুল ফিতর। তবে করোনা ভাইরাসের প্রভাবে এবারে ঈদটা অনেকটা মলিনভাবেই কাটাতে হবে, এর মধ্যেও পরিবারের সাথে সময় কাটাতে পারাটাকে ইতিবাচকভাবে নিয়ে উপভোগ করার অহ্বান ভারতীয় কাপ্তান ভিরাট কোহলির। বাংলাদেশিদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
তামিম ইকবালের নিয়মিত লাইভ আড্ডায় গতকাল (১৮ মে) অতিথি হিসেবে ছিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলি। অনুষ্ঠানের শেষে বিদায় নেওয়ার আগে বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে করোনা ভাইরাস লড়াইয়ে সবাই মিলে একসাথে জয়ী হওয়ার প্রত্যাশা করেন কোহলি।
এবারের ঈদ পরিবারের সাথে বাড়তি সময় ব্যয় ও উপভোগ করার সুযোগ উল্লেখ করে ভারতীয় অধিনায়ক বলেন, ‘সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সময় কাটানোর দারুণ সুযোগ সবাই উপভোগ করুণ, এই সময়টা স্মরণীয় করে রাখা উচিত।’
‘আমি আশা করব কঠিন পরিস্থিতির যাবতীয় চ্যালেঞ্জ সামলে সবাই হাসিমুখে ঈদ করবে। পরিস্থিতি ভাল হওয়ার জন্য আমরা একসঙ্গে প্রার্থনা করছি।’
বিশ্বের সব ধর্ম, বর্ণ, জাতি এই মুহূর্তে করোনার যুদ্ধে একই সাথে লড়াই করছে জানিয়ে আরও যোগ করেন,
‘এখন আমাদের কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই যে ওখানে কী হচ্ছে, এখানে কী চলছে। আমরা সবাই একসঙ্গেই একটি চরম বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি। সবাই লড়াই করছি। আমি এই অবস্থা থেকে পরিত্রাণের আশা করছি। আবারও ঈদ মোবারক।’