

করোনার কারণে নিকট অতীত-ভবিষ্যতের বেশিরভাগ দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হলেও জুন-জুলাইতে বাংলাদেশ ও ভারতের শ্রীলঙ্কা সফর এখনো যথাসময়ে আয়োজনের পরিকল্পনাই করছে লঙ্কান বোর্ড। তবে সেক্ষেত্রে তারা অপেক্ষায় আছে বিসিবি ও বিসিসিআইয়ের সিদ্ধান্তের।
করোনা প্রভাবে সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যখন প্রতিদিনই হাজারের বেশি লোক এর শিকার হচ্ছে সেখানে দ্বীপ রাষ্ট্রটিতে বর্তমানে মোট শিকারের সংখ্যাই কমে এসেছে ৫০০ তে। দেশটির কারফিউ শিথিল হচ্ছে ধীরে ধীরে।
ফলে সূচী অনুযায়ী সিরিজ দুটি মাঠে গড়ানর আগে পুরোপুরি স্বাভাবিক অবস্থানে ফিরে আসার ব্যাপারে আশাবাদী শ্রীলঙ্কা। তবে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মতামতের পাশাপাশি নিজেদের সরকারের অনুমতিও বড় ভূমিকা রাখবে সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ‘ইএসপিএনক্রিকইনফোকে’ বলেন, ‘ভারত ও বাংলাদেশ উভয় ক্রিকেট বোর্ডের সাথেই আমাদের যোগাযোগ হচ্ছে এবং তাদের উত্তরের অপেক্ষায় আছি। কিন্তু এখনই সিরিজ দুটিকে স্থগিত বলার অবকাশ নেই।’
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। এবং দুই দেশের কোয়ারেন্টাইন প্রোটোকলও দেখতে হবে। আমাদের মধ্যে আলোচনা হচ্ছে আমরা সব দিকই বিবেচনায় আনছি।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলছেন সরকারের অনুমতি না পেলে তাদের কিছুই করার থাকবেনা, ‘এটি সরকারের লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলকরণের উপর নির্ভর করে। আমাদের ক্রিকেটারদের স্বাস্থ্য ও নিরাপত্তায় কোন সমস্যা না হয় এমন নিশ্চয়তা থাকলে আমাদের সফর করতে আপত্তি নেই।’