

করোনাকালে অসহায়দের পাশে দাঁড়াতে নিজের ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারের প্রিয় সঙ্গী হাতের ব্রেসলেটটি নিলামে তোলেন সদ্য বিদায়ী বাংলাদেশ কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির প্রিয় এই স্মারকটি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড মূল্যে। ভিত্তিমূল্যের ৮ গুণ বেশি দামে কিনেছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিস অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)।
নিলাম আয়োজক প্রতিষ্ঠান ‘অকশন ফর অ্যাকশনের’ ফেসবুকে গতকাল (১৬ মে) ৫ লাখ টাকা ভিত্তিমূল্যে নিলামে উঠে ব্রেসলেটটি। আজ (১৭ মে) সন্ধ্যা নাগাদ ভিত্তিমূল্যের কয়েক গুণ দাম ছাড়িয়ে যায় দেশের সফলতম অধিনায়কের প্রিয় স্মারকের। শেষ পর্যন্ত ৪০ লাখ টাকায় কিনে নেয় বিএলএফসি। আজ রাতে ‘অকশন ফর অ্যাকশনের’ ফেসবুক পেজে লাইভে নিলাম সম্পন্ন হয়।
বায়ার লাইভে এসে ঘোষণা দেন ৪০ লাখের সাথে আরো ২ লাখ টাকা দিবেন তারা, এবং এই ব্রেসলেটটি মাশরাফিকেই উপহার দেবার ঘোষণা দেন তিনি।
এর আগে নিলামে ওঠা কোন বাংলাদেশি ক্রিকেটারের স্মারকের সর্বোচ্চ মূল্য ছিল ২০ লাখ। ‘অকশন ফ অ্যাকশনের’ নিলামেই সাকিব আল হাসানের হত বিশ্বকাপে রেকর্ড গড়া ব্যাটিং করার পথে ব্যবহৃত ব্যাটটি বিক্রি হয় ২০ লাখ টাকায়।
১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, সময়ের বিবর্তনে দেশসেরা পেসারের সাথে দেশসেরা অধিনায়কও হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। নানা চড়াই উতরাই, লড়াই আর চোট যুদ্ধতো ছিলই। বদলে যাওয়া মুহূর্তগুলোর ভীড়ে মাশরাফির সঙ্গী হয়ে সবসময় হাতে ছিল স্টিলের তৈরি ব্রেসলেটটি। ব্রেসলেটটিতে খোদাই করে মাশরাফির নাম লেখা আছে।
করোনা সংক্রমণের শুরু থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছেন জাতীয় দলের সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা। নিজস্ব তহবিল দিয়েও অসহায় মানুষ, চিকিৎসক, টিম বয়, ম্যাসাজম্যানদের সাহায্যেও পাশে ছিলেন তামিম, মুশফিক, মাশরাফি, মাহমুদউল্লা, সাকিবরা।
প্রিয় স্মারক নিলামে তুলে সাহায্য কার্যক্রম ত্বরান্বিত করতে এগিয়ে এসেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, আকবর আলি, নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, এনামুল হক বিজয়ও।
ইতোমধ্যে ‘অকশন ফর অ্যাকশনে’ সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, সৌম্য সরকারের স্মারকের নিলাম সম্পন্ন হয়েছে। ‘স্পোর্টস ফর লাইফ’ নামে ভিন্ন আরেকটি নিলাম আয়োজক প্রতিষ্ঠানের মাধ্যমে মুশফিকুর রহিম ও যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলির স্মারকের নিলাম সম্পন্ন হয়েছে। মুশফিকের ২০১৩ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পথে ব্যবহৃত ব্যাটটি প্রায় ১৭ লাখ টাকায় কিনে নেয় পাকিস্তানি তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।