

করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সৃষ্ট দূর্যোগ মোকাবেলায় নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররা। নিজেদের প্রিয় ক্রিকেটীয় স্মারক নিলামে তুলেও মানবতার সেবায় পাশে থাকার প্রয়াস সাকিব, মুশফিক, মাশরাফিদের। নিলামে উঠেছে মাশরাফির ১৮ বছরের সঙ্গী প্রিয় ব্রেসলেটটি।
১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, সময়ের বিবর্তনে দেশসেরা পেসারের সাথে দেশসেরা অধিনায়কও হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। নানা চড়াই উতরাই, লড়াই আর চোট যুদ্ধতো ছিলই। বদলে যাওয়া মুহূর্তগুলোর ভীড়ে মাশরাফির সঙ্গী হয়ে সবসময় হাতে ছিল রূপার তৈরি ব্রেসলেটটি।
করোনা প্রভাবে বৈশ্বিক এই দূর্যোগে ক্রিকেটাররা যখন তাদের প্রিয় স্মারক নিলামে তুলছেন মাশরাফি এগিয়ে আসলেন তার সবসময়ের সঙ্গীকে নিয়ে। নিলাম আয়োজক প্রতিষ্ঠান ‘অকশন ফর অ্যাকশন’ এর মাধ্যমে ১৬ মে থেকে শুরু হয়েছে মাশরাফির ব্রেসলেটটির নিলাম। ৫ লাখ টাকা ভিত্তিমূল্য নির্ধারণ হওয়া স্মারকটির নিলাম শেষ হবে আজ (১৭ মে) রাত ১০ টা ৪৫ এ ‘অকশন ফর অ্যাকশনের’ ফেসবুক লাইভে।
রাত ১০ টা পর্যন্ত মাশরাফির এই ব্রেসলেটের মূল্য উঠেছে ১৩ লক্ষ ৪০ হাজার টাকা, যা ভিত্তি মূল্যের তিন গুনের কাছাকাছি।