

ভারতীয় অফ স্পিনার হরভজন সিং কয়েকদিন আগেই সমর্থন জানিয়েছিলেন চলমান করোনা ভাইরাস প্রভাবে সৃষ্ট সংকটে পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির সামাজিক কার্যক্রমকে। তবে এবার সাফ জানিয়ে দিলেন ভবিষ্যতে আর কখনোই আফ্রিদিকে সমর্থন করবেন না তিনি। মূলত জম্মু কাশ্মীর পরিদর্শনে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটু মন্তব্য করেই হরভজনের চক্ষুশূল হলেন আফ্রিদি।
শনিবার (১৬ মে) জম্মু ও কাশ্মীর পরিদর্শনের পর ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার একটি ভিডিও ভাইরাল হয় আফ্রদির। যেখানে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের জন্যই মূলত মোদির উপর ক্ষোভ ঝাড়েন আফ্রিদি।
আফ্রিদি বলেন, ‘মোদি ৭ লাখ সৈন্য মোতায়েন করেছে কাশ্মীরে যা পাকিস্তানের মোট শক্তির সমান। আমি আপনার সুন্দর গ্রামে আছি, আমি খুব আনন্দিত। আপনাদেরকে (জম্মু ও কাশ্মীরবাসিকে) দেখার পরিকল্পনা অনেকদিন ধরেই করছি। পৃথিবী এখন বড় এক রোগে আক্রান্ত। তবে মোদি তার চাইতেও বড় রোগ।’
আফ্রিদির করা এমন মন্তব্যের পর তার বন্ধু সাবেক ভারত স্পিনার হরভজন বলেন ভবিষ্যতে আর তাকে বন্ধু হিসেবে বিবেচনা করবেন না। এ প্রসঙ্গে হরভজন বলেন, ‘শহীদ আফ্রিদি এখন আর আমার বন্ধু নয় কারণ সে আমার দেশ ও আমার প্রধানমন্ত্রীকে উপহাস করেছে।’
স্পোর্টস তাকের সাথে হরভজন আরও যোগ করেন, ‘মানবতার সেবায় তার নানা কার্যক্রমকে আমি ও যুবরাজ দারুণ সমর্থন করেছিলাম। অথচ সে কৃতজ্ঞ না হয়ে আমাদের পেছন থেকে ছুরি মারলো। আমি আর কখনো তাকে সমর্থন দিবনা, সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি আফ্রিদির জন্য আর কোন পোস্ট ও ভিডিও দেখবেন না।’
It does not take a religious belief to feel the agony of Kashmiris..just a right heart at the right place. #SaveKashmir
— Shahid Afridi (@SAfridiOfficial) May 15, 2020
Pak has 7 lakh force backed by 20 Cr ppl says 16 yr old man @SAfridiOfficial. Yet begging for Kashmir for 70 yrs. Jokers like Afridi, Imran & Bajwa can spew venom against India & PM @narendramodi ji to fool Pak ppl but won’t get Kashmir till judgment day! Remember Bangladesh?
— Gautam Gambhir (@GautamGambhir) May 17, 2020