গাভাস্কারের ভারত-পাকিস্তান যৌথ একাদশ

সুনীল গাভাস্কার
Vinkmag ad

ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ভারত ও পাকিস্তান নিয়ে একটি যৌথ একাদশ গঠন করেছেন,যাদেরকে তিনি একসাথে খেলতে দেখতে চান। এটা হয়তো সেরা একাদশ নাও হতে পারে বলে তিনি অভিব্যক্তি করেছেন; তবে এক অর্থে এই একাদশ দুটো দলকেই উপস্থাপন করবে যাদের পরিসংখ্যান খুবই ভালো। গাভাস্কারের পছন্দ করা একাদশে ৫ জন পাকিস্তানি, ৬ জন ভারতীয়।

সনি টেনের একটা শোতে রমিজ রাজার সাথে কথার প্রাক্কালে তিনি বলেন যে হয়তোবা এটা কখনো সম্ভব নয়, তবে এদের নিয়ে ড্রেসিংরুমের পরিবেশ দুর্দান্ত হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।এদেরকে ড্রেসিংরুম থেকে বের করাটাও কষ্টের হবে কেননা তারা বেশ আনন্দ উপভোগ করবেও বলে তিনি জানান।

ওপেনিং জুটিতে বীরেন্দর শেবাগের সাথে কিংবদন্তী ব্যাটসম্যান ও প্রকৃত লিটল মাস্টার হানিফ মোহাম্মদকে নির্বাচন করেন। হানিফ মোহাম্মদই প্রথম ব্যাটসম্যান যার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ত্রিশতক রয়েছে।

গাভাস্কারের একাদশে তিন নাম্বারে পাকিস্তানি মহান ক্রিকেটার জহির আব্বাস, চার নাম্বারে ভারতের শচীন টেন্ডুলকার, পাঁচে গুন্ডাপ্পা বিশ্বনাথ ও ছয়ে কপিল দেব রয়েছেন।

এরপরেই পাকিস্তানের ইমরান খান ও আট নাম্বারে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান সৈয়দ কিরমানি রয়েছেন। পরের তিনজন খেলোয়াড় হিসেবে যথাক্রমে রয়েছেন ওয়াসিম আকরাম, আব্দুল কাদির ও ভারতের লেগস্পিনার ভগত চন্দ্রশেখর।

সুনীল গাভাস্কারের ভারত-পাকিস্তান যৌথ একাদশঃ

বীরেন্দর শেবাগ, হানিফ মোহাম্মদ, জহির আব্বাস, শচীন টেন্ডুলকার, গুন্ডাপ্পা বিশ্বনাথ, কপিল দেব, ইমরান খান, সৈয়দ কিরমানি, ওয়াসিম আকরাম, আব্দুল কাদির ও ভগত চন্দ্রশেখর।

৯৭ ডেস্ক

Read Previous

মুমিনুলকে তামিম: ‘ঝাড়ি কম মারিস, তোর সিনিয়র আমরা!’

Read Next

তামিমের বাজি: অনেক রেকর্ড নিজেদের করে নিবেন সৌম্য-লিটন

Total
7
Share