বিপিএল নিয়ে বিসিবিকে রোহিতের পরামর্শ

রোহিত শর্মা
Vinkmag ad

বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএলে নির্দিষ্ট কোন তারকা খেলোয়াড় একই দলে কয়েক মৌসুম খেলেন। আগের মৌসুমের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ধরে রাখার নিয়ম আছে যা একটা দল হিসেবে গড়ে উঠতে সাহায্য করে অধিনায়ক ও অন্য ক্রিকেটারদের। অধিনায়ক স্থায়ী পরিকল্পনা সাজাতে পারেন নিজের মত করে। চেন্নাই সুপার কিংসের মাহেন্দ্র সিং ধোনি, মুম্বাই ইন্ডিয়ান্সের সফল অধিনায়ক রোহিত শর্মা এক্ষেত্রে বড় উদাহরণ।

এই সংস্কৃতিটা নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। সম্প্রতি আইপিএলের আদলে বিপিএলেও একই ক্রিকেটার একই দলে কয়েক মৌসুম খেলার প্রক্রিয়া তৈরির পক্ষে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মত সিনিয়র ক্রিকেটাররা। এবার তাদের সমর্থন দিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার ও মুম্বাই ইন্ডিয়ান্সের সফল অধিনায়ক রোহিত শর্মা, বিসিবিকে দিয়েছেন পরামর্শও।

অধিনায়কসহ কয়েকজন ক্রিকেটার একটা দলে কয়েক মৌসুমের জন্য স্থায়ী হয়ে গেলে দলকে নিজের মনে করতে সহজ হয়। অধিনায়ক মৌসুম শুরুর আগেই নিজের খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা আঁটতে পারেন । তাদের ঘিরে তৈরি হয় নির্দিষ্ট সমর্থকগোষ্ঠীও। আইপিএলে এমন কিছু পুরোনো রীতি হলেও বিপিএলে টাইগার ক্রিকেটারদের এমন কিছুর দাবিও অনেকদিনের।

তামিম ইকবালের নিয়মির লাইভ আড্ডায় অংশ নিয়ে মুশফিকুর রহিমতো বলেই দিয়েছেন ‘আমিই সবচেয়ে দূর্ভাগা ক্রিকেটার এ ক্ষেত্রে। কারণ প্রতিবছরই আমার ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করতে হয়। ফলে এরকম (কয়েক মৌসুম একই দলে থাকা) হলেতো সবার জন্যই ভালো।’ মুশফিকের সাথে একমত প্রকাশ করেন তামিম, মাশরাফি, মাহমুদউল্লাহও। এবার তাদের হয়ে কথা বললেন রোহিত শর্মা।

গতকাল (১৫ মে) তামিম ইকবালের লাইভ আড্ডায় অতিথি হিসেবে এসে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা তুলে ধরেন একই দলে স্থায়ীভাবে খেলার সুবিধা,

‘বাংলাদেশে ক্রিকেটের ব্যাপারে অনেক আবেগপ্রবন। এমনটা বাংলাদেশ ছাড়া আর কোথাও দেখিনি যেটা সত্যি। আমার মনে হয় এই উৎসাহটা যদি দর্শকদের মাঝে ছড়িয়ে দেয়া যায়, দুই-তিনজন খেলোয়াড় যদি নির্দিষ্ট একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে কয়েকবছর খেলে তাহলে সমর্থক গোষ্ঠী বৃদ্ধি পাবে। দর্শকরাও একটা দলকে সেভাবেই সাপোর্ট করবে। ধরো তুমি সহ আরও কয়েকজন ঢাকার হয়ে অনেক বছর খেললে। আমার মনে হয় বিসিবির এমন কিছু করা উচিৎ।’

‘দুই তিনজন মূল খেলোয়াড়কে একদলে অনেক বছর রাখা, নাহলে দর্শকদের উৎসাহ হারিয়ে যাবে। ধরো তারা তোমার জন্য একদলকে সমর্থন দিচ্ছে, এরপর শুনলো তুমি অন্য দলে চলে গেছ, তখন তাঁদের আরেক দলকে সমর্থন দিতে হচ্ছে। আমাদের মনে রাখা উচিৎ দর্শকরাই এই খেলার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। সেটা শুধু ক্রিকেট না, যেকোনো খেলাই হতে পারে। আমাদের কাছেও ভক্তদের গুরুত্ব অনেক বেশি। তুমি তাদের খেয়াল না রাখলে তারাও তোমার খেয়াল করবে না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

নাফিস ইকবাল ও রোহিত পত্নীর বন্ধুত্ব, নেপথ্যে ‘ফ্রেঞ্চ ফ্রাই’!

Read Next

‘রোনালদো ইজ দ্য কিং’

Total
82
Share