

সাবেক অনূর্ধ্ব-১৯ দলের পেসার ও বর্তমান কোচ আশিকুর রহমান মজুমদারের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরেক সাবেক ক্রিকেটার। ঢাকা লিগে ওয়ারি ও ভিক্টোরিয়ার হয়ে খেলা সজীব দাসের সাথে তার মাও আক্রান্ত হয়েছেন।
২০০৭ সালে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন সজীব। ক্রিকেট ছেড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সজীব কিছুদিন আগে নিজ শহর মাদারিপুর থেকে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে শশুরবাড়ি ফরিদপুরে যান।
আর সেখানেই উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করানো হয় পরিবারের সকল সদস্যের। যদিও পজিটিভ এসেছে শুধু তার ও তার মায়ের। সজীবের শশুর বাড়িতেই বর্তমানে আইসোলেশনে আছেন দুজনে।
ঘরোয়া ক্রিকেটে একসময়ের নিয়মিত মুখ সজীবকে করোনাকালে সাহায্যে সব ধরণের ব্যবস্থা নিচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। ইতোমধ্যে কোয়াব মাদারিপুর শাখার সাধারণ সম্পাদকের মাধ্যমে সজীবের সাথে যোগাযোগও শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১২ মে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ ও সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার আশিকুর রহমান বাবু। রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন এই সাবেক ক্রিকেটারের পাশে আছে বিসিবি ও কোয়াব।