

ওয়ানডেতে সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকার জুটি বেঁধে ভারতকে উপহার দিয়েছেন অনেক জয়। ১৭৬ ইনিংসে একসঙ্গে জুটি বেঁধে ব্যাট করে তারা রান করেছেন ৮২২৭। ওয়ানডেতে তাদের ধারেকাছে নেই কোন জুটি, দ্বিতীয় সর্বোচ্চ জুটিও তাদের জুটির চেয়ে ২২৩৫ রান পিছিয়ে।
আজ (১২ মে) আইসিসি টুইটারে গাঙ্গুলি ও টেন্ডুলকারের ছবি দিয়ে টুইটে লেখে ওয়ানডেতে তাদের জুটির পরিসংখ্যান ও রেকর্ড।
ইনিংস- ১৭৬
রান- ৮২২৭
গড়- ৪৭.৫৫
অন্য কোন জুটি ৬০০০ রানের গন্ডিও পার করতে পারেনি।
Sachin Tendulkar ➕ Sourav Ganguly in ODIs:
👉 Partnerships: 176
👉 Runs: 8,227
👉 Average: 47.55No other pair has crossed even 6,000 runs together in ODIs 🤯 pic.twitter.com/VeWojT9wsr
— ICC (@ICC) May 12, 2020
শচীন টেন্ডুলকার এটি রিটুইট করে সৌরভ গাঙ্গুলিকে মেনশন করেন। তিনি লেখেন, ‘এটা আমাদের দারুণ কিছু স্মৃতি মনে করিয়ে দিল দাদি (সৌরভ গাঙ্গুলিকে শচীন দাদি বলে ডাকেন!)।
তোমার কি মনে হয় যদি আমাদের সময় ৪ জন ফিল্ডার বাইরে থাকার নিয়ম থাকতো ও ২ টি নতুন বল নিয়ে খেলা হত তাহলে আমরা আরো কত রান বেশি করতে পারতাম?’
This brings back wonderful memories Dadi.
How many more do you think we would’ve been able to score with the restriction of 4 fielders outside the ring and 2 new balls? 😉@SGanguly99 @ICC https://t.co/vPlYi5V3mo
— Sachin Tendulkar (@sachin_rt) May 12, 2020
সেটির জবাব দেন বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ। তিনি বলেন আরো অন্তত ৪০০০ রান বেশি করতে পারতেন।
Another 4000 or so ..2 new balls..wow .. sounds like a cover drive flying to the boundary in the first over of the game.. for the remaining 50 overs 💪😊..@ICC @sachin_rt https://t.co/rJOaQpg3at
— Sourav Ganguly (@SGanguly99) May 12, 2020
ওয়ানডেতে জুটি বেঁধে সর্বোচ্চ রান-
সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকার (ভারত)- ১৭৬ ইনিংসে ৮২২৭ রান
মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা/এশিয়া একাদশ)- ১৫১ ইনিংসে ৫৯৯২ রান
তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ১০৮ ইনিংসে ৫৪৭৫ রান
মারভান আতাপাত্তু ও সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা)- ১৪৪ ইনিংসে ৫৪৬২ রান
অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)- ১১৭ ইনিংসে ৫৪০৯ রান
বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে জুটি বেঁধে সর্বোচ্চ রান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের (৮৪ ইনিংসে ৩০৯৪ রান)।