শচীনের প্রশ্নে সৌরভের উত্তর

শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি
Vinkmag ad

ওয়ানডেতে সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকার জুটি বেঁধে ভারতকে উপহার দিয়েছেন অনেক জয়। ১৭৬ ইনিংসে একসঙ্গে জুটি বেঁধে ব্যাট করে তারা রান করেছেন ৮২২৭। ওয়ানডেতে তাদের ধারেকাছে নেই কোন জুটি, দ্বিতীয় সর্বোচ্চ জুটিও তাদের জুটির চেয়ে ২২৩৫ রান পিছিয়ে।

আজ (১২ মে) আইসিসি টুইটারে গাঙ্গুলি ও টেন্ডুলকারের ছবি দিয়ে টুইটে লেখে ওয়ানডেতে তাদের জুটির পরিসংখ্যান ও রেকর্ড।

ইনিংস- ১৭৬
রান- ৮২২৭
গড়- ৪৭.৫৫

অন্য কোন জুটি ৬০০০ রানের গন্ডিও পার করতে পারেনি।

শচীন টেন্ডুলকার এটি রিটুইট করে সৌরভ গাঙ্গুলিকে মেনশন করেন। তিনি লেখেন, ‘এটা আমাদের দারুণ কিছু স্মৃতি মনে করিয়ে দিল দাদি (সৌরভ গাঙ্গুলিকে শচীন দাদি বলে ডাকেন!)।

তোমার কি মনে হয় যদি আমাদের সময় ৪ জন ফিল্ডার বাইরে থাকার নিয়ম থাকতো ও ২ টি নতুন বল নিয়ে খেলা হত তাহলে আমরা আরো কত রান বেশি করতে পারতাম?’

সেটির জবাব দেন বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ। তিনি বলেন আরো অন্তত ৪০০০ রান বেশি করতে পারতেন।

ওয়ানডেতে জুটি বেঁধে সর্বোচ্চ রান-

সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকার (ভারত)- ১৭৬ ইনিংসে ৮২২৭ রান
মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা/এশিয়া একাদশ)- ১৫১ ইনিংসে ৫৯৯২ রান
তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ১০৮ ইনিংসে ৫৪৭৫ রান
মারভান আতাপাত্তু ও সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা)- ১৪৪ ইনিংসে ৫৪৬২ রান
অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)- ১১৭ ইনিংসে ৫৪০৯ রান

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে জুটি বেঁধে সর্বোচ্চ রান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের (৮৪ ইনিংসে ৩০৯৪ রান)।

৯৭ ডেস্ক

Read Previous

করোনাকালে অসহায়দের সাহায্যে জুটি বেঁধেছেন রনি-অপু

Read Next

তামিমের লাইভ আড্ডায় অতিথি হয়ে আসছেন রোহিত

Total
1
Share