

আজ (১২ মে) আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) দুইটি কোয়ালিফায়ার ইভেন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছে।
আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের (২০২২) ইউরোপ ডিভিশন ২ এর কোয়ালিফায়ার ও আইসিসি নারী বিশ্বকাপের (২০২১) কোয়ালিফায়ারের খেলা স্থগিত করার ঘোষণা এসেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তারা এই খবর নিশ্চিত করেছে।
চলমান সংকটকালীন সময়ে (করোনা ভাইরাসের কারণে) আইসিসির নিতীনির্ধারকরা সদস্যদের, সরকার (আয়োজক দেশের), স্বাস্থ অধিদফতরের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নিয়েছে।
নারীদের বিশ্বকাপ কোয়ালিফায়ারের খেলা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবার কথা ছিল চলতি বছরের ৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত সময়ে। যেখান থেকে তিনটি দল ২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার সুযোগ পেত। এই কোয়ালিফায়ার রাউন্ডে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি, পাকিস্তান, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের সঙ্গে অংশ নেবার কথা ছিল বাংলাদেশ নারী দলেরও।
২০২২ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইউরোপিয়ান রিজিওনাল কোয়ালিফায়ার ডেনমার্কে অনুষ্ঠিত হবার কথা ছিল ২৪ থেকে ৩০ জুলাই।
আইসিসি তাদের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে এই ইভেন্টগুলো মাঠে গড়াবার সিদ্ধান্ত নেবে।