

২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ক্রিকেটীয় শোকেসে আসে সবচেয়ে দামি ট্রফি। আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতে। আকবরদের এই শিরোপা জেতাটা আশাবাদী করেছে সাকিব আল হাসানকে।
ডয়েচে ভেলে বাংলার খালেদ মহিউদ্দিনের সাথে লাইভ আড্ডায় সাকিব আল হাসান কথা বলেন অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয় নিয়েও।
সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে আমি সবসময়ই যেটা মনে করতাম, আমরা যখন খেলেছি তারপর থেকেই মনে করতাম যে- যখন আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হব, তারপর থেকেই আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার কথা চিন্তা করতে পারবো। তার কারণ, আমি দেখেছি যারাই এরকম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ঐসব ক্রিকেটার যখন দেশকে বড় পর্যায়ে প্রতিনিধিত্ব করে তখন ওরাই আসলে এরকম বিশ্বকাপ জেতার মতো পারফর্ম করে থাকে।’
‘আমি আসলে এইখানে আশাবাদী। আপনি দেখবেন ভারত বা অন্যান্য দল যেবার বিশ্বকাপ জিতেছে ওরা আসলে দুই বা চার বছর আগে বিশ্বকাপ (অনূর্ধ্ব-১৯) খেলে বা চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এর চার বছর বা আট বছর পর ওরা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছে।’
আকবর আলিদের বয়সভিত্তিকে বিশ্বজয়ের অভিজ্ঞতা আছে বলেই আশাবাদী সাকিব।
‘আমার কাছে মনে হয় অসাধারণ একটা ব্যাপার (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়) আমাদের জন্য। এই ছেলেরাই আসলে বিশ্বকাপ কীভাবে জিততে হয় সেটা জানে। স্বাভাবিকভাবেই এদের জন্য ব্যাপারটা অনেক সহজ হবে যখন ওরা বিশ্বকাপের মতো পর্যায়ে এসে দেশকে প্রতিনিধিত্ব করবে।’