মা দিবসে সাকিবপত্নীর আবেগী বার্তা

featured photo1 4
Vinkmag ad

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবারকে বিশ্বজুড়ে মা দিবস হিসেবে পালন করা হয়। এদিনে মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগের বহিঃপ্রকাশ ঘটান সন্তানরা, থাকে নানা আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সাম্প্রতিক সময়ে মাকে নিয়ে নিজেদের ভালোবাসাটা সহজেই অন্যদের সাথে ভাগাভাগি করা যায়। মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাকিব আল হাসান পত্নী ও সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়া উম্মে আল হাসান শিশির।

গত ২৪ এপ্রিল আমেরিকায় নিজের দ্বিতীয় সন্তানের জন্ম দেন উম্মে আল হাসান শিশির। স্বাভাবিক প্রসবে কন্যা সন্তানটি ভুমিষ্ঠ হওয়ার পর তোলা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করেন সাকিব আল হাসানের স্ত্রী। একজন সন্তান জন্ম দেওয়ার কষ্ট কেবল মা ই অনুভব করতে পারেন উল্লেখ করে তিনি সকল মায়েদের জন্য জানান শুভকামনা।

নিজের ফেসবুকে দেওয়া পোস্টে উম্মে আল হাসান শিশির লিখেন, ‘আমি আমার দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পরে এই ছবিটি তুলেছি , আমি এখনো প্রসব বেদনা অনুভব করতে পারি। আর এপিডিউরালটি আমার মেরুদন্ডের মধ্য দিয়ে যাচ্ছে কারণ আমি স্বাভাবিক প্রসব বেছে নিয়েছি।’

‘আমি এই ছবিটি এ কারণেই পোস্ট করেছি কারণ আজ মা দিবস এবং একমাত্র একজন মা ই জানে ও অনুভব করতে পারে তার সন্তানকে পৃথিবীতে আনতে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে তাকে।’

‘মা দিবসে আমার মা, শাশুড়ি, নতুন মা ও যারা মা হওয়ার অপেক্ষায় তাদের সকলের জন্য জন্য প্রার্থনা করি ও শুভকামনা জানাই। মায়েদের যাত্রার সাথে কোন কিছুরই তুলনা হয়না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

সি গ্রেডে নামছেন সরফরাজ, চুক্তিই হারাচ্ছেন হাসান আলি

Read Next

বিজয়-ফারিয়ার সংসারে এল নতুন অতিথি

Total
5
Share