অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ ঝামেলা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ

featured photo1 1 8
Vinkmag ad

ক্রিকেট অস্ট্রেলিয়া ও তাদের ক্রিকেটারদের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা চলছে। বোর্ডের অনড় অবস্থানের বিপরীতে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও ক্রিকেট বর্জনের হুমকিতে কিছুটা সংশয়ের মধ্যে পড়েছে অজিদের বাংলাদেশ সফর। তবে, তাদের অভ্যন্তরীণ ঝামেলা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রাজস্ব বণ্টন নীতি নিয়ে স্মিথ-ওয়ার্নারদের সাথে বোর্ডের মতের মিল না হওয়ায় অস্ট্রেলিয়ার প্রায় ২৩০ জন ক্রিকেটার এখন চুক্তির বাইরে। ক্রিকেটাররা সঠিক পাওনা বুঝে পাচ্ছেন না বলে বোর্ডের সাথে সমঝোতায় আসতে পারছেন না। গত ২ জুলাই অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ ও ভারত সফরের কথাও তুলে ধরা হয়, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া যদি দাবি মেনে না নেয় তাহলে ক্রিকেটাররা এই সফরগুলোতে থাকবে না। আর যদি সমঝোতায় আসে তাহলে অবশ্যই ক্রিকেটাররা বাংলাদেশ ও ভারত সফর করতে ইচ্ছুক।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার এসব সমস্যা নিয়ে উদ্বিগ্ন নয় বিসিবি। বিসিবি পরিচালক জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, ‘এই ব্যাপারটা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সমস্যা। তারাই এটার সমাধান করবে। আগে থেকেই আমাদের এটা নিয়ে ভাবার কিছু নেই। অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে আগামী মাসের মাঝামাঝি। দেড় মাস সময় এখনো বাকি আছে। এই সময়ের মধ্যে অনেক কিছুই হওয়ার সম্ভাবনা আছে। তবে দক্ষিণ আফ্রিকার সফর যেহেতু সামনেই তারা চিন্তিত হতে পারে। আমাদের সিরিজের অনেক সময় বাকি। তাই এসব নিয়ে আমরা এখন ভাবছি না।’

ইতোমধ্যে বাংলাদেশ সফরের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ১৮ আগস্ট তাদের বাংলাদেশে আসার কথা রয়েছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২২ ও ২৩ আগস্ট দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্টিভেন স্মিথের দল। এরপর দুই টেস্টের প্রথমটি হবে মিরপুরে ২৭-৩১ আগস্ট এবং দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪-৮ সেপ্টেম্বর।

৯৭ ডেস্ক

Read Previous

ফিকাকে পাশে পেলেন ওয়ার্নাররা

Read Next

কোচ হতে ডোমিঙ্গোর ফের আবেদন

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share