

করোনার কারণে লম্বা সময় ধরে বন্ধ রয়েছে প্রায় সবধরণের খেলাধুলা। তবে ধীরে ধীরে কাটতে শুরু করেছে অচলাবস্থা। জার্মানির ফুটবল লিগ বুন্দেসলিগা শুরু হবে এই মাসেই, আগামী মাসে শুরু হতে পারে স্প্যানিশ লা লীগাও। স্থগিত হয়ে থাকা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ঈদের পরেই শুরু করার তাগিদ ক্রিকেটারদের। ক্রিকেটারদের আবেদনের প্রেক্ষিতে পুনরায় ডিপিএল শুরু করতে সিসিডিএমকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে কোয়াব।
টেলি কনফারেন্সে সভা শেষে এমনটি জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বরাবর আগামীকালই (১০ মে) চিঠি দিবে কোয়াব।
এছাড়া আরো এক সিদ্ধান্ত এসেছে সভায়। কোয়াব যে তহবিল গঠন করেছে সেটা ব্যবহৃত হবে ক্রিকেট সম্বলিতদের জন্য। সাবেক ও বর্তমান ক্রিকেটার (জেলা পর্যায় পর্যন্ত), স্কোরার, আম্পায়ার, মাঠকর্মীদের মধ্যে যাদের সাহায্য প্রয়োজন তাদের পাশে দাঁড়াবে কোয়াব।
চলমান সংকটকে মাথায় রেখে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ বর্তমান ও সাবেক ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে একটি কমিটি গঠন পূর্বক অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে।
সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য কোয়াবের উপদেষ্টা কমিটি ও আহ্বায়ক কমিটি নিন্মরুপ:
উপদেষ্টা কমিটি:
প্রধান উপদেষ্টা: জনাব নাজমুল হাসান পাপন এম.পি, সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
উপদেষ্টা: জনাব তানভীর মাজহার তান্না , জনাব এনায়েত হোসেন সিরাজ ও
জনাব সাজ্জাদুল আলম ববি।
আহ্বায়ক কমিটি:
আহ্বায়ক: জনাব নাঈমুর রহমান দুর্জয়, এম.পি ।
যুগ্ম আহ্বায়ক: জনাব খালেদ মাহমুদ সুজন,
যুগ্ম আহ্বায়ক: জনাব তামিম ইকবাল,
যুগ্ম আহ্বায়ক: জনাব মমিনুল হক,
সদস্য বৃন্দ:
জনাব রকিবুল হাসান
জনাব জনাব আকরাম খান
জনাব মিনহাজুল আবেদীন নান্নু
জনাব হাবিবুল বাশার সুমন
জনাব ইফতেখার রহমান মিঠু
জনাব জিয়াউদ্দিন আহমেদ শোভন
জি এম ফয়সাল হোসেন রবিন
জনাব এ কে এম আহসান উল্লাহ হাসান
জনাব নাফিস ইকবাল
জনাব রাজিন সালেহ
জনাব তুষার ইমরান
সদস্য সচিব : দেবব্রত পাল