করোনা টেস্টে পজিটিভ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

সোলো কুয়েনি
Vinkmag ad

পাকিস্তানের জাফর সরফরাজ, স্কটল্যাণ্ডের মজিদ হকের পর তৃতীয় ক্রিকেটার হিসাবে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার সোলো কুয়েনি। গেলবছরের জুলাই থেকে গিলান বার সিন্ড্রোমে ভুগতে থাকা এই প্রথম শ্রেণির ক্রিকেটার নিজেই নিশ্চিত করেছেন এই খবর।

স্কটল্যান্ডের আবের্দিনে চিকিৎসা গ্রহণ করছেন সোলো কুয়েনি। সেখান থেকেই টুইট করেছেন তিনি। জানিয়েছেন নিজের অসুস্থতা সম্পর্কে।

কুয়েনি লেখেন, ‘গেলবছর আমার জিবিএস হয়েছিল। গেল ১০ মাস ধরে এই রোগের বিরুদ্ধেই যুদ্ধ করছি। এটা থেকে মুক্ত হতে যে পথ তার অর্ধেক আসতে পেরেছি কেবল। আমার টিবি আছে, লিভার অকার্যকর হয়েছে, কিডনিও অকার্যকর হয়েছে। এখন আমি কোভিড-১৯ (করোনা ভাইরাস) টেস্টে পজিটিভ হয়েছি। আমি বুঝতে পারছি না কেনো এতসব আমার সাথেই ঘটছে।’

২৬ বছর বয়সী সোলো কুয়েনি ৩৬ টি প্রথম শ্রেণির ম্যাচ, ৪৪ টি লিস্ট-এ ম্যাচ ও ৩৪ টি টি-টোয়েন্টি খেলেছেন। ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরে।

৯৭ ডেস্ক

Read Previous

মুশফিক-আকবরদের স্মারক নিলাম যখন, যেভাবে

Read Next

আমির সোহেলের ভয়ঙ্কর অভিযোগ, জবাব দিলেন না ওয়াসিম আকরাম

Total
1
Share