

ক্যারিয়ারের শুরুতেই অসাধারণ কাভার ড্রাইভ খেলে মুগ্ধ করেছেন ক্রিকেট ভক্তদের, সময় গড়ানোর সাথে ডাউন দ্য উকেটে এসে ছক্কা হাঁকানোটাকেও তামিম নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। আর লিটন কুমার দাসতো নিজের চোখ ধাঁধানো শটে ভক্ত বানিয়ে বসেন ঘোর শত্রুকেও। যতক্ষণ ক্রিজে থাকেন দুজনেই চোখের প্রশান্তি এনে দিতে বাধ্য করেন নান্দনিক সব শটে। সতীর্থ মুশফিকুর রহিম তাদের অন্যতম বড় ভক্ত, তাদের স্টাইলে ব্যাটিং করতে না পারার আফসোসও করেন মাঝেমধ্যে।
করোনা ভাইরাসের প্রভাবে গৃহবন্দী সময়ে জাতীয় দলের ক্রিকেটাররা সময় কাটাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন লাইভ সেশনে। আজ (৭ মে) ডেইলি ক্রিকেটের লাইভ সেশনে অতিথি হিসেবে আসা মুশফিকুর রহিমের কাছে প্রশ্ন করা হয়েছিল জাতীয় দলের কার ব্যাটিং বেশি পছন্দ করেন।
প্রশ্নের জবাবে মি. ডিপেন্ডেবল খ্যাত অভিজ্ঞ এই ব্যাটসম্যান শুরুতেই জানান রান করা কিংবা বড় ইনিংস খেললেও তার ব্যাটিং স্টাইল ঠিক পছন্দ নয় নিজেরই, ‘আমি যতই বড় ইনিংস খেলি, যতই ভালো ইনিংস খেলি আমি নিজে যখন ভিডিও দেখি ভালো লাগেনা। মনে হয় ধুর, এটা কেমনে মারলাম, ওটা কেমনে মারলাম। ৪ বা ৬ হয় ঠিকই কিন্তু স্টাইলটা আমার কাছে অত ভালো লাগেনা। হয়তো অন্য কারও কাছে লাগতে পারে।’
এরপরই জানালেন তামিম, লিটনের ব্যাটিংয়ে মুগ্ধতার কথা, ‘আমার কাছে তামিমের ব্যাটিং স্টাইল অনেক ভালো লাগে এবং ওর ড্রাইভগুলোও অনেক ক্ল্যাসিকাল। লিটনের ব্যাটিং স্টাইল অনেক ভালো লাগে। দুজনের ব্যাটিং চোখে ধরা বলতে যেটা বোঝায় আরকি। তামিমের ডাউন দ্য উইকেটে এসে যে সিক্সগুলো মারে, পায়ের যে ফ্লিকগুলো করে। লিটনের ফ্লিক, কাভার ড্রাইভগুলো যেন ঘুমিয়ে ঘুমিয়ে খেলছে ও।’
‘তো এই দুইজনের ব্যাটিং আসলে আমি অনেক উপভোগ করি এবং নিজেকেও অনেক সময় বলতে থাকি এরকম যদি এমন ব্যাটিং আমি করতে পারতাম। মানে ওইরকম স্টাইলটা যদি আমার হত। আসলে এটাই, সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেয়না, আমাকে যা দিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ।’