

করোনা প্রভাব বিস্তারের শুরু থেকে নারায়ণগঞ্জে নিজ এলাকায় ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর সাহায্য কার্যক্রম নজর কেড়েছে বেশ। নিজস্ব তহবিলের পাশাপাশি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের আর্থিক অনুদানে কয়েকশ পরিবারের মাঝে প্রতি সপ্তাহে বিতরণ করছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এবার দুজনে মিলে করলেন ভিন্নধর্মী এক সাহায্য, মুক্তিযোদ্ধার হাতে তুলে দিলেন নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
বাঁহাতি স্পিনার অপুর নিজ এলাকা নারায়ণগঞ্জের ফরাজিকান্দাতে ১৫ জন মুক্তিযোদ্ধাকে এই সম্মাননা জানানো হয় গতকাল (৫ মে), উপস্থিত ছিলেন স্থানীয় ইউএনও।
মুক্তিযোদ্ধাদের দেওয়া এই সম্মাননা প্রসঙ্গে অপু বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিষয়টা অন্যরকম। তাদের অবদানকে আমরা অস্বীকার করি কিভাবে? এখন তারা বিপদে আছেন তাই তাদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আমরা চিন্তা করেছি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। অনেকেই আছেন সেই ক্ষতির কথা কাউকে বলতে পারছেনা।’
‘এর মধ্যে আমাদের এলাকাতে (ফরাজিকান্দা) এমন অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা বিপদে আছেন। তাই আমি ও তামিম ভাইয়ের পক্ষ থেকে তাদের একটি সম্মানী উপহার হিসেবে দিতে চেয়েছি। তাদের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য ও নগদ অর্থ দেওয়া হয়েছে। যা তুলে দিয়েছেন ইউএনও ম্যাডাম।’
লম্বা সময় ধরে মাঠে খেলা নেই তবে বাঁহাতি এই অর্থোডোক্স করোনা সংক্রমণের শুরু থেকে আছেন অন্য এক মাঠে। করোনা সংকটে অসহায় হয়ে পড়া মানুষদের সাহায্যে তাকে করতে হচ্ছে লড়াই। এই মানুষগুলোই তাদের তারকা বানায়, খেলা দেখে বলে টিকে থাকে দেশের ক্রিকেট। এমন ভাবনা থেকেই তাদের পাশে আছেন পুরোদমে। পরিবার থেকে আলাদা থেকে কাজ করছেন মানবতার সেবায়।
তামিমের সহযোগীতায় কাজটা আরও বড় পরিসরে করা যাচ্ছে বলে জানান অপু, ‘এই সময়ে যদি পাশে না দাঁড়াই তবে কবে কখন করবো? এই সব মানুষই তো আমাদের ক্রিকেট দেখে, ভালোবাসে। তারা না থাকলে আমাদের ক্রিকেট খেলে কি হবে। তাই আমি মাঠে নামি তাদের জন্য কিছু করতে। পরে যখন একা পেরে উঠছিলাম না। তখন দারুণ ভাবে আমাকে সহযোগীতা করে এগিয়ে আসেন তামিম ভাই। তাই আমি এত মানুষকে করতে পারছি। যত দিন সম্ভব আমি এই কাজ করে যাবো। নিজেদের সামর্থ্য থাকা পর্যন্ত।’