

পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার আলোচনায় থাকতে ভালবাসেন। খেলোয়াড়ি জীবন বেশ আগে শেষ করলেও এখনো নানা ক্রিকেটীয়/অক্রিকেটীয় কারণে খবরের শিরোনাম হন তিনি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এবার জানিয়েছেন যদি কখনো তার খেলোয়াড়ি জীবন নিয়ে কোন সিনেমা তৈরি হয় তাহলে তার নায়ক হিসাবে তিনি সালমান খানকে দেখতে চান।
শুধু এখন নয়, অনেক আগে থেকেই বলিউড সুপারস্টার সালমান খানের প্রশংসা করে এসেছেন শোয়েব আখতার। ২০১৬ সালে দুবাইয়ে সালমান খানের সঙ্গে দেখা হবার পর তার সঙ্গে ছবি পোস্ট করে শোয়েব লিখেছিলেন, ‘আমি সত্যিই দুবাইয়ে সালমান খানের সঙ্গে কাটানো সময় উপভোগ করেছি। তার বিইং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে দারুণ কিছু কাজ হয়।’
I really enjoyed my time with Salman Khan in Dubai …great work is been done by being human foundation … pic.twitter.com/zxK2KarOGY
— Shoaib Akhtar (@shoaib100mph) May 6, 2016
পছন্দের ৫৪ বছর বয়সী বলিউড সুপারস্টারকে নিজের চরিত্রে অভিনয় করতে দেখতে চান শোয়েব।
শোয়েব আখতার বলেন, ‘যদি কখনো আমার বায়োপিক নির্মিত হয় তাহলে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আমি সালমান খানকে চাই।’
ভারতকে বিশ্বকাপ (২০১১) জেতানো অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে সিনেমা নির্মিত হয়েছে, সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ১৯৮৩ সালের বিশ্বকাপের ঘটনা নিয়ে নির্মিত সিনেমায় (যার মুক্তি করোনা ভাইরাসের কারণে আঁটকে আছে) কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রনভির সিং।