

যে হাতে ব্যাট করেন তার উল্টো হাতে বল করেন এমন সব্যসাচী ক্রিকেটারের সংখ্যা আন্তর্জাতিক ক্রিকেটে কম নয়। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি বোলিং করাদের মধ্যে গ্রায়েম স্মিথ, সৌরভ গাঙ্গুলি, হালের বেন স্টোকস, থিসারা পেরেরা অন্যতম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকারও বল করেন ডানহাতে। ডানহাতি মিডিয়াম পেসে দলে প্রায় সময় অবদান রাখেন।
নিজের এই দুই হাতেই ক্রিকেটীয় প্রতিভা প্রদর্শনের শুরুটা হয়েছিল তার ভাইয়ের ইচ্ছেতে। মূলত সৌরভ গাঙ্গুলিকে অনুসরণ করাতেই তার মেঝ ভাইয়ের এমন পন্থা অবলম্বন।
করোনা সংক্রমণের প্রভাবে গৃহবন্দী সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। নিজেদের প্রিয় ক্রিকেটীয় স্মারক নিলামে তুলেও বাড়তি একটু সাহায্যের চেষ্টা তাদের। নিজের একমাত্র টেস্ট সেঞ্চুরির ব্যাটটি নিলামে দেন সৌম্য সরকারও। গতকাল (৩ মে) নিলাম আয়োজক ‘অকশন ফর অ্যাকশন’ এর ফেসবুক পেইজে লাইভ সেশনে অংশ নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ভক্তদের করা নানা প্রশ্নের উত্তরও দেন সৌম্য।
বাঁহাতি ব্যাটিং করলেও সৌম্যের ডানহাতি বোলিং করার বিষয়টি নিয়ে জানতে চান এক ভক্ত। কবে, কীভাবে এমনটা শুরু হয় জানাতে গিয়ে ২৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি যখন শুরু (খেলা) করি তখনই বাঁহাতে ব্যাট ধরানো হয়েছে এবং ডানহাতে বল ধরানো হয়েছে। কারণ ঐ সময়টায় আমার ভাইয়া ক্রিকেট খেলতো, মেজো ভাই। ভালো ক্রিকেট খেলতো আর আমরা বাসায় সবাই ক্রিকেট অনেক পছন্দ করি। সবাই একসাথে খেলা দেখতাম।’
‘তখন ভারতের সৌরভ গাঙ্গুলির অনেক ডিমান্ড, সে বাঁহাতে ব্যাট করতো ডানহাতে বল করতো। তো আমার ভাই এসে বলতো তুমি বাঁহাতে ব্যাট করবা, ডানহাতে বল করবা। আমিতো ছোট ছিলাম, আমাকে যেভাবে শিখানো হয়েছে সেভাবেই শিখেছি।’
বাঁহাতি ব্যাটিং করা সৌম্য ভারতীয় সাবেক অধিনায়ক গাঙ্গুলির মত হবে এমন স্বপ্নেই তার ভাই তাকে ডানহাতি মিডিয়াম বোলিং শিখিয়েছে। কিন্তু সৌম্য মনে করেন লেগ স্পিনার হলেই ভালো হত, ‘দাদাকে আমি একবার বলেছি তুমি মনে হয় আমাকে ডানহাতে বল না করিয়ে বাঁহাতি ব্যাটিং এর পাশাপাশি বাঁহাতি স্পিন শিখালে ভালো হত। এখন আবার মনে হয় লেগ স্পিন শিখালেই ভালো হত।’