

করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে বিশ্বজুড়ে থমকে আছে স্বাভাবিক কার্যক্রম। সৃষ্ট সংকটে বাংলাদেশে সবচেয়ে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ, জীবিকার পাশাপাশি তাদের স্বাস্থ্য ঝুঁকিও অনেক বেশি। তাদের পাশে দাঁড়াতে নিজ উদ্যোগে সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে।
বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটারদের নানা কার্যক্রম বেশ নজর কেড়েছে। নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সাথে ক্রিকেটাররা নিলামে তুলছেন নিজেদের প্রিয় ক্রিকেটীয় স্মারকগুলো। এবার সে যাত্রায় অংশ হচ্ছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও।
গত আসরেই বিপিএলে প্রথম অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিটি জনপ্রিয়তা অর্জন করেছে দারুণভাবে। চলতি করোনা মহামারী সংকটের শুরু থেকেও নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ‘আখতার গ্রুপের’ মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। এবার করোনা সংকটে স্বাস্থ সেবা সরবরাহে কাজ করতে যাচ্ছে তারা। তাদের সাথে মাঠ পর্যায়ে কাজ করবে অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন (এসবিএফ)।
প্রথম আসরেই সেরা চার নিশ্চিত করা ফ্র্যাঞ্চাইজিটি তাদের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট নিলামে তুলতে যাচ্ছে। যেখানে থাকছে ক্রিস গেইল, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েসের মত তারকা ক্রিকেটারদের অটোগ্রাফও।
ই-কমার্স প্রতিষ্ঠান চলোসবাইডটকমে (choloshobai.com) নিলামে উঠবে ব্যাটটি যা থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই চলে যাবে ‘স্পৃহা বাংলাদেশের’ কাছে। তারা করোনা সংকটে স্বাস্থসেবা খাতে ব্যয় করবে পুরো অর্থ। আজ থেকে শুরু হওয়া নিলাম চলতে পারে এক সপ্তাহ পর্যন্ত।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চিফ অপারেটিং অফিসার (সিওও) সৈয়দ ইয়াসির আলম ‘ক্রিকেট৯৭’ কে বলেন, ‘আমরা শুরু থেকেই এ মহামারী সচেতনতা কার্যক্রম চালিয়েছি। আমাদের ক্রিকেটাররা নিয়মিত জনসাধারণকে সচেতন করতে বার্তা দিয়েছে। এরপরও ভিন্নভাবে কিছু করার চেষ্টা ছিল। এর মধ্যেই স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন আমাদের সাথে যোগাযোগ করে, তাদের কার্যক্রমে আমাদেরকেও রাখতে চায়। তারা মূলত স্বাস্থ সেবা সরবরাহের কাজ করছে।’
‘সেক্ষেত্রে আমরা আমাদের যে অফিসিয়াল টিম ব্যাট আছে ক্রিকেটারদের অটোগ্রাফসহ ওটা দিয়ে দিচ্ছি নিলামের জন্য। নিলাম থেকে অর্জিত পুরো অর্থ স্পৃহা বাংলাদেশই পাবে। টাকাটা তারাই তাদের মত করে জনসাধারণের সাহায্যে ব্যয় করবে।’