

করোনা ভাইরাসের কারণে যে সংকট তৈরি হয়েছে তাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন ক্রিকেটাররা। ক্যারিয়ারের নিজেদের প্রিয় কিছু স্মারক তুলে দিচ্ছেন নিলামে। নিলাম থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ব্যয় হবে কর্মহীন হয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত মানুষের পেছনে। সাকিব আল হাসানের পর ‘অকশন ফর অ্যাকশন’ এর ফেসবুক পেইজে নিলাম সম্পন্ন হল তাসকিন আহমেদের হ্যাটট্রিক করা বল ও সৌম্য সরকারের একমাত্র টেস্ট সেঞ্চুরি করার পথে ব্যবহৃত ব্যাটটি।
নিলামে দুইটি স্মারকেরই ভিত্তি মূল্য নির্ধারিত হয়েছিল ৩ লাখ টাকা করে। একটি বেসরকারি ব্যাংক স্মারক দুটি কিনে নেয় সাড়ে ৮ লাখ টাকায়। যদিও প্রতিষ্ঠানটির নাম এখনই ঘোষণা করছেনা আয়োজক ‘অকশন ফর অ্যাকশন’। মূলত নিলাম সম্পন্নে কিছু প্রক্রিয়া শেষেই বিষয়টি জানানো হবে তাদের ফেসবুক পেইজে।
এর আগে একই আয়োজকদের মাধ্যমে সবার আগে নিজের প্রিয় ব্যাট নিলামে তোলেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। গতবছর দুর্দান্ত বিশ্বকাপ কাটানোর পথে ব্যবহৃত একমাত্র ব্যাটটি ৫ লাখ টাকা ভিত্তিমূল্যে নিলামে তোলেন বিশ্বসেরা অলরাউন্ডার। যা আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি কিনে নেয় ২০ লাখ টাকা দিয়ে।
এদিকে সবার আগে নিজের প্রিয় ব্যাটটি নিলামে তোলার ঘোষনা দেওয়া মুশফিকুর রহিমও কয়েকদিনের মধ্যে সম্পন্ন করবেন নিলাম। মুশফিক তার ২০১৩ সালে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর সময় ব্যবহৃত ব্যাটটি তুলে দিচ্ছেন নিলামে। যা দেশের হয়ে কোন ব্যাটসম্যানের টেস্টে প্রথম দ্বি-শতক। তার ব্যাটটি নিলামের আয়োজনের দায়িত্বে আছে একটি ই-কমার্স প্রতিষ্ঠান।
এদিকে সাকিব, সৌম্য, তাসকিন ছাড়াও ‘অকশন ফর অ্যাকশনের’ মাধ্যমে নিজেদের প্রিয় স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়রাও।
নিজেদের প্রিয় স্মারক নিলামে তোলার অপেক্ষায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, কিংবদন্তী স্পিনার মোহাম্মদ রফিক, তরুণ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত ও যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলি।