

বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিককে মনে করা হয় বাংলাদেশের সবচেয়ে টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান। পরিশ্রমী মুশফিক ক্রিকেটার হিসাবে নিজেকে বড় এক অবস্থানে নিয়ে গিয়েছেন। তবে এই মুশফিকই শুরুতে ক্রিকেটার নয়, হতে চেয়েছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়!
বাংলাদেশ দলের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ইনস্টাগ্রামে আলাপে মুশফিকুর রহিম এই কথা জানান।
আলাপের এক পর্যায়ে তামিম ইকবাল মুশফিকুর রহিমকে জিজ্ঞাসা করেন বিকেএসপিতে অন্য অনেক খেলা থাকলেও ক্রিকেটকে কেনো বেঁছে নেন মুশফিক। বিকেএসপির ছাত্র মুশফিক উত্তর দিতে যেয়ে জানান ব্যাডমিন্টন খেলোয়াড় হতে চেয়েছিলেন তিনি।
‘আমি অনেকবারই কয়েকটা জায়গায় বলেছি মনে হয় যে, ক্রিকেটের আগে আমার সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। টু বি অনেস্ট, আমি ব্যাডমিন্টন খুবই পছন্দ করি। আমার কাঁধের ইনজুরির কারণে খেলাটা বন্ধ করে দিয়েছি।’
‘ব্যাডমিন্টন আমার খুব ভাল লাগত, ক্রিকেটের আগেও আমার প্রিয় একটা খেলা ছিল। বিকেএসপিতে ভর্তি হবার সময় আমি চাচ্ছিলাম যে ব্যাডমিন্টনে ভর্তি হওয়া যায় কিনা। কিন্তু তখনো ঐ খেলাটা ছিল না (বিকেএসপিতে)।’
ফুটবল ও ক্রিকেট- বিকেএসপিতে এই দুই বিভাগেই পরীক্ষা দেন মুশফিকুর রহিম। সুযোগ পান দুই খেলাতেই। তবে ব্রায়ান লারার ভক্ত মুশফিক বেঁছে নেন ক্রিকেটকে। আর ক্রিকেট বেঁছে নেবার কারণ হিসাবে নিজের ভাইদের কথাও বলেন মুশফিক।
Happy birthday legend,my super hero👍 pic.twitter.com/Tk4ulRqA8p
— Mushfiqur Rahim (@mushfiqur15) May 2, 2020
মুশফিক বলেন, ‘তারপর আমি ক্রিকেট ও ফুটবলে পরীক্ষা দিই। দুইটাতেই চান্স পাই। তো ক্রিকেটেই যাই, স্বাভাবিক। তখন লারা (ব্রায়ান লারা) আমার খুব পছন্দের ছিল, অনেক প্রিয় খেলোয়াড়। তাকে দেখেই ক্রিকেটে আসা। আমার কাছে একটা লারা ব্যাটও ছিল, আমি কিনেছিলাম। আর আমার ভাইয়েরাও ক্রিকেট খেলত, তাদের দেখেই আমার খেলা শুরু আরকি, তাদের সাথে যেতাম।’