

করোনা সংক্রমণ প্রভাবের শুরু থেকেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। যাদের মধ্যে নানা উপায়ে মানুষের পাশে দাঁড়িয়ে তামিম ইকবাল কেড়েছেন বাড়তি নজর। অন্যদিকে আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি নিজেদের প্রিয় মুহূর্তের স্মারকও নিলামে তুলছেন ক্রিকেটাররা। প্রথম ঘোষণাটা দেন মুশফিকুর রহিম। দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর সময় ব্যবহৃত ব্যাটটি তুলতে যাচ্ছেন নিলামে। একটু গুছিয়ে নিলাম কার্যক্রম শুরু করতে কিছুদিন দেরি হলেও এক সপ্তাহের মধ্যেই সব সম্পন্ন হবে বলে জানান মুশফিক।
মুশফিকের চাওয়া ব্যাটটি যেন কিনে নেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের নব নিযুক্ত ওয়ানডে কাপ্তান তামিমও জানিয়েছেন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, সাধ্যের মধ্যে থাকলে অংশ নিবেন নিলামে।
করোনায় গৃহবন্দী সময়টায় ভক্তদের সাথে আড্ডা ও নানা প্রশ্নের উত্তর দিতে ক্রিকেটাররা অংশ নিচ্ছেন লাইভ সেশনে। তারই ধারাবাহিকতায় আজ (২ মে) ইনস্টাগ্রাম লাইভে অংশ নেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ এই দুই ক্রিকেটার মাঠের বাইরে ভালো বন্ধুও।
লাইভেই তামিমের নানা সামাজিক কার্যক্রমের প্রশংসা করে মুশফিক জানালেন তামিমই তাদের অনুপ্রেরণা, ‘আল্লাহ অনেকরেই অনেক তৌফিক দেয় কিন্তু এমন মন বা কলিজা দেয়না তোর মত। তুই আমাদের জন্য অনুপ্রেরণা। আমি সেদিক থেকেই একটু চেষ্টা করছি সাধ্যমত কিভাবে অবদান রাখা যায়।’
২০১৩ সালে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট দ্বি-শতকের দেখা মেলে মুশফিকুর রহিমের হাত ধরে। এরপর আরও দুটি ডাবল হাঁকিয়েছেন মুশফিক, ডাবলের কীর্তি আছে সাকিব-তামিমেরও। কিন্তু নিশ্চিতভাবেই দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি ও ওই ম্যাচের ব্যাটটি মুশফিকের কাছে মহামূল্যবান। তবে করোনায় সেই প্রিয় স্মারকটিও নিলামে তুলে দিচ্ছেন অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে।
ব্যাট নিলামের কাজ করছে একটটি ই-কমার্স প্রতিষ্ঠান, আগামী এক সপ্তাহের মধ্যেই সব কিছু চূড়ান্ত হবে। ব্যাট নিলামের ক্ষেত্রে মুশফিকের আছে বিশেষ আর্জিও, ‘অন্য কোন লিজেন্ড ক্রিকেটার হলে হয়তো আরও অনেক দামে বিক্রি হবে ব্যাটটি। আমি একটা অনুরোধ করি এটা আমার ব্যাট এটা ভেবে কেনার দরকার নাই। যে কিনবে পুরো টাকাটা অসহায়দের পেছনে ব্যয় করা হবে তাই আমি অনুরোধ করি যে ব্যক্তি কিনবেন উনি যেন একটু বেশি দামে কিনে ব্যাটটি। তাহলে আমি অবশ্যই আরেকটু বেশি সাহায্য করতে পারবো। আর এটি আমার কাছে অবশ্যই একটি বিশেষ ব্যাট।’
মজার ছলে তামিমের কাছেও আবদার করে মুশফিক বলেন, ‘আমি চাই ব্যাটটা তুই কিনে নে।’
মুশফিক যতটা মজা করে বলেছেন তার চাইতেও বেশি গুরুত্বের সাথে টাইগারদের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন। সাধ্যমত বিড করবেন নিলামে,
‘আমারও নজর থাকবে, আমিও আশা করি যত বেশি দামে বিক্রি হবে ততই ভালো। বিশ্বাস কর আমি এটা (তামিমের নিলামে অংশ নেওয়া) বলতেও চেয়েছি, আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে অবশ্যই বিড করবো, দেখা যাক।’