

সাবেক সতীর্থ ও বর্তমান জ্যামাইকা তালাওয়াসের কোচ রামনারেশ সারওয়ানকে সাপ ও করোনার চাইতেও নি-কৃ-ষ্ট বলে আখ্যায়িত করেন ইউনিভার্স বস খ্যাত ক্যারিবিয়ান ব্যাটিং দা-ন-ব ক্রিস গেইল। মূলত জ্যামাইকা গেইলকে ধরে না রাখার পেছনে সারওয়ানকেই দায়ী করতে গিয়ে এমন মন্তব্য করেন গেইল। এবার নীরবতা ভেঙে জবাব দিয়েছেন সারওয়ান।
জ্যামাইকা তালাওয়াস সহকারী কোচ সারওয়ান গেইলের আচরণে অবাক হয়ে জানালেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়া কিংবা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আমি কোনভাবে যুক্ত ছিলাম না, স্পষ্ট করে বলতে পারি। গেইলকে ২০২০ সালের চুক্তিতে জ্যামাইকা রাখেনি, এর পেছনে কোনভাবেই আমি জড়িত না।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম চার আসর জ্যামাইকার হয়ে খেলেন ক্রিস গেইল, মাঝে দুই আসর অন্য ফ্র্যাঞ্চাইজিতে খেলে গত মৌসুমে ফিরে আসেন জ্যামাইকাতেই। ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না ব্যাটিং দা-ন-ব খ্যাত এই ব্যাটসম্যান। এবার তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি, নতুন ঠিকানা ড্যারেন সামির নেতৃত্বাধীন সেন্ট লুসিয়া জুকস।
জ্যামাইকা তাকে ছেড়ে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা সারওয়ানের এমনটাই দাবি করেন গেইল। নিজের ইউটিউব চ্যানেলে বি-ষ্ফো-র-ক এই ব্যাটসম্যান বলেন,
‘জ্যামাইকা তালাওয়াসের সাথে যা হয়েছে তাতে তোমার ভূমিকা বেশি ছিল। সারওয়ান তুমি সেই ব্যক্তি যিনি আমার জন্মদিনে এসে আমরা একসাথে কতদূর এসেছি তা সম্পর্কে বড় এক বক্তব্য দিয়েছিলে। সারওয়ান তুমি একটা সাপ। তুমি জানো তুমি ক্যারিবিয়ানে খুব একটা পছন্দের পাত্র নও। তুমি খুবই প্র-তিহিং-সাপরায়ণ, এখনো অপরিণত, পেছন থেকে ছু-রি মারার মত লোক।’
তবে সারওয়ানের দাবি মিথ্যা অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, ‘ঐ ভিডিওতে সে মিথ্যা অভিযোগ চাপিয়ে দিয়েছে এবং একাধিক ব্যক্তির নাম ও খ্যাতি ক-ল-ঙ্কি-ত করেছে। হা-ম-লার মূল শিকার হয়েছি আমি। আমি উত্তর দিচ্ছি, কারণ আমি মনে করিনা তার অর্থহীন কথাগুলো উপযুক্ত ছিল। আমি জবাব দিচ্ছি কারণ এতগুলো মানুষের চরিত্র ও ক্যারিয়ার রক্ষা করতে আমার বিষয়টি পরিষ্কার করা উচিৎ।’
‘আমি স্পষ্ট করে বলি গেইলের সাথে আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকে খেলেছি। একজন সতীর্থ, অসাধারণ প্রতিভাবান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কাছের বন্ধু হিসেবে তাকে আমি সম্মান করি। সুতরাং এমন একটা অভিযোগ সত্যি আমাকে আঘাত করেছে।’