

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রভাবে একের পর এক সিরিজ স্থগিত হলে আগামী জুলাই মাসে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়েও শঙ্কা জাগারই কথা। তবে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এখনই সিরিজটিকে স্থগিত হচ্ছে বলতে নারাজ। দুই দেশের বোর্ডের (বিসিবি ও এসএলসি) মধ্যে চলছে আলোচনা। সরকারি নির্দেশনা মেনেই সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগোবে দুই বোর্ড।
করোনা প্রভাবে বাংলাদেশের পাকিস্তান সফরের শেষ পর্ব, মে মাসে আয়ারল্যান্ড সফর ও জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ স্থগিত হয়েছে ইতোমধ্যেই । জুলাইয়ের মাঝামাঝিতে তিনটি টেস্ট খেলতে লঙ্কা সফরে যাওয়ার কথা মুমিনুল হকদের।
এদিকে করোনা পরিস্থিতি সারা বিশ্বে মহামারী রূপ ধারণ করলেও তুলনামূলক ভালো অবস্থানে শ্রীলঙ্কা। দ্বীপ রাষ্ট্রটি করোনা প্রতিহতে শুরু থেকেই ছিল সচেষ্ট। দেশটিতে গতকাল পর্যন্ত মোট করোনা ভাইরাসের শিকার হওয়া রোগী ৬৪৯ জন যাদের মধ্যে ১৩৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন। নিজেদের পরিস্থিতি বিবেচনায় লঙ্কান ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজনের প্রস্তাবও দেয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিসবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘গতকালও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর সাথে আলোচনা করেছি। যদিও কোন কিছুই চূড়ান্ত হয়নি। একটা বিষয় মাথায় রাখতে হবে যে সফরের ক্ষেত্রে সরকারি নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ।’
‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং কীভাবে তাদের সরকার পরিস্থিতি মোকাবেলা করছে এবং আমাদের সরকারের কী আদেশ রয়েছে এসব নজরে রাখা হচ্ছে। বর্তমানে করোনা পরিস্থিতি আমাদের দেশে ভালো নয়, কদিন পরই আমরা আরও স্পষ্ট একটা চিত্র দেখতে পাবো। পুরো ব্যাপারটি কোনদিকে যাচ্ছে বুঝতে অন্তত আরোও ৮-১০ দিন সময় লাগবে, এরপরই আসলে সিদ্ধান্ত নেওয়া যাবে।’