
করোনা সংক্রমণ প্রভাবের শুরু থেকেই নারায়ণগঞ্জে নিজ এলাকার অসহায় মানুষের পাশে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। এলাকার কয়েকশ পরিবারের মাঝে প্রতি সপ্তাহে বিতরণ করছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। রমজান মাসের শুরুতেই তাদের জন্য ইফতারের আয়োজনও করতে দেখা যায় অপুকে। বাঁহাতি এই স্পিনার জানিয়েছেন এই ক্রান্তিকালে অসহায় মানুষের মুখে একবেলা ভালো খাবার তুলে দেওয়ার ইচ্ছে থেকেই ইফতারের আয়োজন।
ইফতারের আয়োজন পুরো রমজান মাসজুড়ে চলবে না কিন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম চালু থাকবে যতদিন সামর্থ্য থাকবে ততদিন। মানবতার সেবায় তার এই উদ্যোগে শুরু থেকেই আছেন জাতীয় দলের নয়া ওয়ানদে কাপ্তান তামিম ইকবাল খান। বিদেশ থেকে অর্থ পাঠিয়ে সাহায্য করছেন তার এলাকারই এক ছোট ভাই, সাথে এলাকার মানুষের সামর্থ্যমত সাহায্য দিয়েই চলছে কার্যক্রম।
ত্রান বিতরণের সাথে ইফতারের আয়োজন নিয়ে জানাতে গিয়ে ‘ক্রিকেট৯৭’ কে অপু বলেন, ‘ত্রান বিতরণের কাজতো আমরা শুরু থেকেই করে যাচ্ছি। এক সপ্তাহ অন্তর অন্তর আমরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চাল, ডাল, পেঁয়াজ, লবন, তেল এসব পৌঁছে দিচ্ছি। এসব কিন্তু আহামরি কিছু নয়। শুধুমাত্র জীবন চালিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় খাদ্য। করোনার মাঝেই শুরু হল রোজা, তাই আমরা চেয়েছি অন্তত এক বেলা ইফতার যেন তারা ভালো কিছু খেতে পারে সে ব্যবস্থা করতে।’
‘এটা সারা মাস চলবেনা, এটা মূলত এ জন্যই করা এই দুঃসময়েও যেন তারা এক বেলা ভালো খেতে পারে। আমাদের মূল যে লক্ষ্য তাদের অন্তত তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সেটা যতদিন সামর্থ্য আছে, যতদিন চালিয়ে নিতে পারবো ততদিন এই সাহায্যটা করে যাবো।’
আর্থিক যোগানের বিষয়ে অপু জানান, ‘পুরো কার্যক্রমে আমার সাথে তামিম ভাই আছে শুরু থেকেই। এর বাইরে আমার এলাকার এক ছোট ভাই আছে বিদেশে থাকে সে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। এলাকার অন্যান্যরাও যে যার সামর্থ্য অনুসারে ৫০, ১০০ টাকা করে দিচ্ছে। এভাবেই আর্থিক যোগানটা হচ্ছে।’