

আগামী সেপ্টেম্বরে তিনটি টি-টোয়েন্টি খেলার জন্য বিশ্ব একাদশের পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে সেপ্টেম্বরের এই সিরিজে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে।
চলতি বছরের শুরুর দিকে লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল সফলভাবে সম্পন্ন হওয়ার পর পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠানোর প্রস্তাবটি উপস্থাপিত হয়। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পুরো ক্রিকেট দুনিয়াকে চমক দেখিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। এরপর পাকিস্তানের প্রতি আইসিসির সদয় দৃষ্টি হয়।
কিছুদিন আগে লন্ডনে বোর্ড মিটিংয়ের পর এক বিবৃতিতে আইসিসি জানায়, এই বছরের শেষ দিকে লাহোরে পাকিস্তানের সঙ্গে বিশ্ব একাদশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে তাদের সম্মতি রয়েছে। আগামী ২১, ২৩ ও ২৭ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান একাদশ মুখোমুখি হবে বিশ্ব একাদশের। এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে আইসিসি আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে।
বিশ্ব একাদশের অধিনায়কত্ব পাওয়া জয়াবর্ধনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই বছর আগে। অভিজ্ঞ এই লঙ্কান ক্রিকেটারের টি-টোয়েন্টি ক্যারিয়ারও বেশ উজ্জ্বল। জাতীয় দলের জার্সি গায়ে ৫৫টি ম্যাচে একটি সেঞ্চুরি ও নয়টি হাফসেঞ্চুরির সাহায্যে করেছেন প্রায় দেড় হাজার রান।
২০০৯ সালে লাহোরে সফররত শ্রীলঙ্কা দলের উপর হা-ম-লার পর কোন বড় টেস্ট দল পাকিস্তান সফর করেনি। তবে ২০১৫ সালে জিম্বাবুয়ে পাকিস্তানের লাহোরে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও দু’টি টি-টোয়েন্টি খেলতে যায়।