

করোনা সংক্রমণ প্রভাবে চারদিকে যখন সবকিছু স্থগিত তার মাঝে জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের জন্য আসে দুঃসংবাদ। আজ (২৮ মার্চ) ইন্তেকাল করেছেন তার মা রিজিয়া বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ দুপুর আনুমানিক ১ টার দিকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিজিয়া বেগম। ৬ ছেলে ও ২ মেয়ের জননী ছিলেন তিনি। বার্ধক্যজনিত রোগে আগে থেকেই ছিলেন আক্রান্ত।
জাতীয় দলের সাবেক এই সফল অধিনায়ক আগেই হারিয়েছেন বাবাকে। ২০১৮ সালের ৩০ জানুয়ারি বাশারের বাবা কাজী মোতালেব উদ্দিন ৮৩ বছর বয়সে পরলোক গমন করেন।
এর আগে জাতীয় দলের অন্যতম সেরা টেস্ট ব্যাটসমানদের একজন ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার হারিয়েছেন তার মেজো ভাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক গোলকিপার একরামুল বাশারও কয়েকবছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
আজ (২৮ মার্চ) বাদ আসর কুষ্টিয়া শহরের পেয়ারতলায় নিজ এলাকায় বাশারের মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কুষ্টিয়ায় পৌঁছেছে হাবিবুল বাশারসহ তার পরিবার।