

করোনা ভাইরাসের কারণে ভারতে চলছে ২১ দিনের লক ডাউন। মহামারি আকার ধারণ করা এই ভাইরাসের কারণে ঘরে থাকাই শ্রেয় বলে স্টে হোম, স্টে সেফ হ্যাশ ট্যাগ দিয়ে সবাইকে সচেতন করে চলেছেন পাবলিক ফিগাররা। ঘরে থাকলেও প্রয়োজনীয় কাজ তো সারতে হবে। এই যেমন ঘরে বসেই কোয়ারেন্টাইনে থাকা ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির হেয়ার কাট।
ভিরাট কোহলির সহধর্মিনী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা নিজের টুইটার আইডিতে এক ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ভিরাট কোহলির চুল কেটে দিচ্ছেন তিনি। ক্যাপশনে আনুশকা লিখেছেন ‘মিনহোয়াইল ইন কোয়ারেন্টাইন…’
Meanwhile, in quarantine.. 💇🏻♂💁🏻♀ pic.twitter.com/XO0UJ7NmSU
— Anushka Sharma (@AnushkaSharma) March 28, 2020
সেই টুইটের রিপ্লাই করেছেন সাবেক নিউজিল্যান্ড কোচ মাইক হেসন।
Kitchen scissors ✂️ worked a treat 👏
— Mike Hesson (@CoachHesson) March 28, 2020