

করোনা ভাইরাসের কারণে ভারত জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বিভিন্ন মহলের পাবলিক ফিগার এই সময়ে দুস্থদের সাহায্য করতে এগিয়ে আসছেন। ক্রীড়াঙ্গনের মানুষেরাও তার বাইরে নন। ভারতের সর্বকালের সেরা সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তবে ভক্ত সমর্থকদের সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি।
ওয়েবসাইট কেটোর মাধ্যমে পুনের দাতব্য সংস্থা মুকুল মাধব ফাউন্ডেশনে ১ লাখ ভারতীয় রুপি দান করেন মাহেন্দ্র সিং ধোনি। অনুদানের পরিমাণ ১ লাখ হওয়াতে আপত্তি অনেক সাধারণ মানুষের।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ৫০ লাখ ভারতীয় রুপি সমমূল্যের চাল দিচ্ছেন দুস্থদের মাঝে, শচীন টেন্ডুলকারও তহবিলে দিয়েছেন ৫০ লাখ রুপি। সেখানে প্রায় ৮০০ কোটি রুপির মালিক ধোনির ১ লাখ রুপি অনুদান দেওয়াকে অনেকে দেখছেন খারাপ চোখে।
MS Dhoni has donated Rs 1 lakh to support 100 families for 14 days in Pune.
His net worth is approximately Rs 800 crores.
— Nirmala Tai (@Vishj05) March 26, 2020
I am a dhoni tard but if he has donated 1 lakh only . I am the first one to be very sad about this. https://t.co/nFkqennP8A
— msdian 2511 (@swapnilbajpai82) March 27, 2020
Dhoni Donates to Help 100 Poor Families During COVID-19 Lockdown.
Net worth – 800 crore💰💰
Donation – 1 lakhThis is meant to support 100 families for 14 days. 🤔
100 x 14 x 3 meals = 4200 meals. 1,00,000 / 4200 = 23 bucks per meal. 😱😱
Well done MSD. 👍👍
— Knotty Commander (@KnottyCommander) March 27, 2020
Thank you mam for the donation ♥️🥰😘🌹 your moral net worth is more than MS Dhoni who is worth 800 crores still donated 1 lakh rupees.
Hope Fake nationalist @akshaykumar @SrBachchan will be ashamed watching you donate @Akkistaan @AmitabhBachan https://t.co/AL13qkmvI7
— @Morally Corrupt Nation (@Castic19) March 27, 2020
Roger Federer donates 1 million swizz francs for swizz people and Dhoni donates 1 lakh rupees for indian in this pandemic. @BCCI @msdhoni
— Narendra Singh Rathore (@rathorenp) March 26, 2020
MS Dhoni should be told not to insult the feeling/concept of Charity or Donation. somebody should do a crowdfunding and return his 1 Lakh with interest… https://t.co/w8RJBDzDZ9
— IIIIIIIIII (@_NairFYI) March 26, 2020
The man @msdhoni who has more than 1000 crore has donated 1 Lakh and media is going gaga with him. What a non sense. #Dhoni #21daysLockdownIndia #21daysoflockdown #21daylockdown
— Soumya (@soumyasarkar007) March 27, 2020
মাহেন্দ্র সিং ধোনির পক্ষে কথা বলার মানুষও আছে অবশ্য। ভারতের নামজাদা ক্রীড়া সাংবাদিক ভিক্রান্ত গুপ্তা নিজের টুইটারে লেখেন, এনজিওর মাধ্যমে এই ১ লাখ রুপি দিয়েছেন ধোনি। এই এনজিও’র দরকার ছিল সাড়ে ১২ লাখ রুপি যোগাড় করা। আর ধোনির কাছে তারা যা চেয়েছে তাই ই পেয়েছে। এই নিয়ে ধোনিকে সমালোচনার তীরে বিদ্ধ করাকে লজ্জাজনক বলেছেন তিনি।
Such a shame people are trolling @msdhoni for the 1 lakh donation to an NGO. The NGO wanted to raise 12.50 lakh and MSD added the amount they needed. He isn’t the kind of person who would tom-tom about such things. For all you know he might hv donated more somewhere else already
— Vikrant Gupta (@vikrantgupta73) March 27, 2020