

সারা বিশ্বে প্রকট হয়ে দেখা দেওয়া করোনা ভাইরাস নিয়ে গান তৈরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ‘উই নট গিভিং আপ’ শিরোনামে সাড়ে ৩ মিনিটের গানটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ‘চ্যাম্পিয়ন’ গান দিয়ে গায়কের তকমা পাওয়া ডোয়াইন ব্রাভো।
ইন্সটাগ্রামে গানটি প্রকাশ করে ডোয়াইন ব্রাভো লেখেন, ‘এই মহামারি ছড়িয়ে পড়ায় সবার জন্য আমার প্রার্থনা। চলুন সবাই একসঙ্গে লড়াই করি। এই প্রাদুর্ভাবের সময় এটি একটি ইতিবাচক গান।’
Tags: করোনা ভাইরাস ডোয়াইন ব্রাভো