দুস্থদের জন্য ‘চাল’ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি
Vinkmag ad

করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে বিশ্বব্যাপী। এর কারণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন। খেটে খাওয়া অসহায় মানুষদের জন্য এই সময়টা খুবই ভয়াবহ। অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তাদেরকে ৫০ লাখ ভারতীয় রুপির চাল দেবার ঘোষণা দিয়েছেন প্রিন্স অব কোলকাতা।

লাল বাবা রাইস সৌরভ গাঙ্গুলির সাথে যুক্ত হয়ে এই উদ্যোগ নিয়েছে। অসহায় মানুষজন যাদেরকে নিরাপত্তাজনিত কারণে সরকারি স্কুলে রাখা হয়েছে তাদের জন্য এই চাল সরবরাহ করা হবে। এমনটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

ভারতে এখন অব্দি ৬০০ এর বেশি মানুষ করোনাতে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ১০ জন মারা গেছেন। এমতাবস্থায় ১.৩ বিলিয়ন মানুষের ভারতকে লকডাউন ঘোষণা করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

উদ্ভূত পরিস্থিতিতে দুস্থ অসহায়দের সাহায্যে এগিয়ে আসছেন অনেকেই। যেখানে বড় এক দৃষ্টান্ত স্থাপন করলেন সৌরভ গাঙ্গুলি। এছাড়া সচেতনতা বাড়াতে ভিডিও বার্তাও দিয়েছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক।

৯৭ ডেস্ক

Read Previous

‘তামিম ভাই ফোন দিয়ে বললো, অর্ধেক দিলে সমস্যা?’

Read Next

করোনা মোকাবেলায় পাকিস্তানি ক্রিকেটারদের ৫ মিলিয়ন রুপি অনুদান

Total
24
Share