

করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী রূপ ধারণ করেছে। সবাই নিজ নিজ ক্ষেত্র থেকে চেষ্টা করছে এই ভয়ঙ্কর ভাইরাসের সংক্রমণ ঠেকাতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও তার বাইরে না। সিন্ধ সরকারের অনুরোধে করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স (এইচপি) সেন্টারকে সাময়িকভাবে করোনা ভাইরাসের জন্য আশ্রয়স্থল বানানোর অনুমতি দিচ্ছে।
করাচির এক্সপো সেন্টারের মেকশিফট হাসপাতালে কর্মরত স্টাফরা এখানে অস্থায়ীভাবে থাকবে। এই প্রসঙ্গে পিসিবির চীফ অপারেটিং অফিসার সালমান নাসের বলেন, ‘এই কঠিন ও চ্যালেঞ্জিং সময়ে মহামারী রোধে যারা কাজ করছেন তারা আমাদের হিরো। তারা তাদের জীবন বাজি রেখে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত অনেকের জীবন বাঁচাতে এগিয়ে এসেছে।’
‘এই আনসাং হিরোদের যথাযোগ্য সম্মান দেওয়া ও তাদের কাজের জন্য প্রাপ্তি শিকার করার জন্য এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। পিসিবি খুবই খুশি হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারকে এক্সপো সেন্টার হাসপাতালের স্টাফদের জন্য অস্থায়ী লজিং ও বোর্ডিং করতে পেরে। এর কারণে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের তারা আরো ভালোভাবে সার্ভ করতে পারবে।’
PCB converts Karachi high performance centre into temporary sanctuary for paramedicshttps://t.co/5teBmCsBbV pic.twitter.com/qHImNhOznS
— PCB Media (@TheRealPCBMedia) March 23, 2020