

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার ইমরুল কায়েস। আজ সোমবার (২৩ মার্চ) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ৬০ বছর বয়সী পিতা বানি আমিন বিশ্বাস।
বেলা ১০ টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সামনে ঘটা দুর্ঘটনায় আঘাত পান বানি আমিন বিশ্বাস। স্থানীয়রা তাকে আঘাতপ্রাপ্ত অবস্থায় ভর্তি করে মেহেরপুর জেনারেল হাসপাতালে। পরে সেখান থেকে তাকে চিকিৎসকের পরামর্শে নেওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
গণমাধ্যমকে স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ওসি জানান, মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পাশে একটি আলমসাধুর সাথে ধাক্কায় আহত হন বানি আমিন বিশ্বাস।
দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। এছাড়া কানে আঘাত পেয়েছেন তিনি।
এই ব্যাপারে এক গণমাধ্যম ইমরুল কায়েসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সকালে বাবা দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি পা, হাত ও বাম কানে অনেক ব্যথা পেয়েছেন। অবস্থা খারাপ হওয়ায় বিমানে বাবাকে ঢাকায় নিয়ে এসেছি। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করেন।’