

লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা নিজেকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রেখেছেন। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পর লঙ্কান সরকার তাদের দেশের জনগণের জন্য বিশেষ গাইডলাইন দিয়েছে। সচেতন নাগরিক হিসাবে সেগুলোই মেনে চলছেন সাঙ্গাকারা।
করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বারা সংক্রমিত মানুষের সংখ্যা বেশি এমন ইউরোপীয় দেশ থেকে ফেরা মানুষদের কোয়ারেন্টাইন বা আইসোলেশনে যাবার জন্য অনুরোধ করেছে লঙ্কান সরকার।
নিউজ ফার্স্টকে কুমার সাঙ্গাকারা বলেন, ‘আমার কোন উপসর্গ (করোনা ভাইরাসের) দেখা দেয়নি। কিন্তু তবুও আমি সরকারের দেওয়া গাইডলাইন অনুসরণ করছি।’
‘আমি লণদন থেকে শ্রীলঙ্কাতে ফিরেছি এক সপ্তাহের বেশি সময়। একটা নিউজ বুলেটিনে দেখেছি মার্চের ১-১৫ তারিখ যারা ভ্রমণ করেছে তারা যেনো পুলিশের কাছে নিবন্ধন করে এবং স্বেচ্ছা কোয়ারেন্টাইনে যায়। আমি পুলিশের কাছে নিবন্ধন করেছি।’
শ্রীলঙ্কায় এরই মধ্যে ৮০ এর বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। বিশ্বজুড়ে যা ৩ লাখ ছাড়িয়েছে, বিশ্বজুড়ে এই ভাইরাসের কারণে মৃত্যুবরণ কএছে ১৪ হাজারের বেশি মানুষ।