

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট আয়ারল্যান্ড দুই পক্ষই রাজি হয়েছে বাংলাদেশের আয়ারল্যান্ড সফরটি স্থগিত করতে। করোনা আশঙ্কায় বিশ্বের সব খেলাধুলা ইতোমধ্যে স্থগিত হয়ে আছে। মে মাসে আয়ারল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।
আজ (২১ মার্চ) দুপুরেই বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন করোনা আশঙ্কায় আগামী মে মাসে বাংলাদেশের আয়ারল্যান্ড সফর নিয়ে কথা হচ্ছে দুই বোর্ডের মধ্যে। বিশেষ করে ইংল্যান্ডে ২৮ মে পর্যন্ত সবধরণের ক্রিকেট স্থগিতের পরই এ নিয়ে বেশ শঙ্কা জাগে। কারণ চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটিই ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ প্রসঙ্গে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের ব্যাপারে আয়ারল্যান্ড বোর্ডই সিদ্ধান্ত নেবে। তাদের জন্য সফর আয়োজন করা কতোটুকু সম্ভব হবে এটা তারাই বুঝবে। এই ব্যাপারে আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডের সাথে আমরা যোগাযোগ করছি। ইংল্যান্ডে ম্যাচ হওয়া নিয়ে এরইমাঝে একটি ঘোষণা এসেছে। আয়ারল্যান্ড এই ব্যাপারে তাদের অবস্থান আমাদের কাছে জানাবে।’
দুপুর গড়িয়ে বিকেল ক্রিকেট আয়ারল্যান্ডের বরাতে জানা যায় আন্তর্জাতিক ভ্রমণ, ক্রীড়া আয়োজন ও জনসমাগমের বিষয়ে আইরিশ ও যুক্তরাজ্য সরকারের কড়াকড়িকে সম্মান প্রদর্শন করে দুই বোর্ড সম্মতি জানিয়েছে করোনা ভাইরাস মহামারী আশঙ্কায় সিরিজটি স্থগিত করতে।
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম এক বিবৃতিতে জানান, ‘কোভিড-১৯ মহামারীর মাত্রা সম্পর্কে বুঝতে পারছি। উভয় সরকার ও অংশীদার বোর্ডের পরামর্শ নেওয়া হয়েছে। সূচী মোতাবেক এই সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্ষীণ হয়ে উঠে। খেলোয়াড়, কোচ, ভক্ত-অনুরাগী এবং বৃহত্তর সম্প্রদায়ের কল্যাণে আমাদের একটি দায়িত্ব রয়েছে এবং আগামী কয়েক মাস আমাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তাই প্রথম এমন দৃষ্টিভঙ্গি থাকবে।’
‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবো এবং দেশে-বিদেশে ক্রীড়া সংশ্লিষ্ট সংস্থা, স্বাস্থ্য সংস্থাগুলোর সাথে যোগাযোগ বজায় রাখবো যাতে ঘরের মাঠে আয়োজন সম্পর্কে তথ্য সরবরাহ করতে পারি।’
এমন পরিস্থিতিতে সিরিজ স্থগিতে রাজি হওয়ায় বিসিবিকেও ধন্যবাদ জানান ডিউট্রোম, ‘এই সিদ্ধান্তে আসার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাই। যখন পরিস্থিতি উন্নতি হবে তখন নতুন সূচী নির্ধারণ নিয়ে আমরা কাজ করবো তাদের সাথে।’
📡: NEWS
Cricket Ireland and Bangladesh Cricket Board agree to postpone series.
➡️ Read more: https://t.co/tpmwfERN25#BackingGreen ☘️🏏 pic.twitter.com/dFe2D0fEvg
— Cricket Ireland (@Irelandcricket) March 21, 2020
উল্লেখ্য, আগামী ১৪, ১৬ ও ১৯ মে আয়ারল্যান্ডের বেলফাস্টে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২২ মে থেকে ইংল্যান্ডে মাঠে গড়াতো চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ডের লন্ডন, এসেক্স, ব্রিস্টল ও বার্মিংহামে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার সূচী নির্ধারিত ছিল টাইগারদের। এদিকে ২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে সবধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।