

স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মজিদ হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ ভাইরাসের টেস্টে ফলাফল পজিটিভ এসেছে মজিদ হকের। তবে তিনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন নিজের ভেরিফাইড টুইটার আইডিতে।
শুক্রবার (২০ মার্চ) তিনি নিজের টুইটার আইডিতে লেখেন,’করোনা ভাইরাস টেস্টে পজিটিভ হবার পর আজ বাড়ি ফিরতে পারবো বলে আশা করছি। পেসলিতে আরএএইচ এর স্টাফরা আমার প্রতি খুবই যত্নশীল ছিলেন। যারা আমাকে বিভিন্ন বার্তা পাঠাচ্ছেন, সমর্থন করছেন সকলকে ধন্যবাদ। ইন শা আল্লাহ দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে ফিরবো।’
Looking forward to potentially getting back home today after testing positive with Coronavirus. Staff at the RAH in Paisley have been good to me & thank you to everyone who has sent me messages of support. Insha Allah the Panther will be back to full health soon. #covid19UK pic.twitter.com/19QfWjzaOq
— Majid Haq (@MajidHaq) March 20, 2020
স্কটল্যান্ডে এরই মধ্যে ২৭০ এর মতো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গোটা যুক্তরাজ্যে ৩৩০০ এর মতো মানুষ এই ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত।
আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ফেললেও ৩৭ বছর বয়সী মজিদ হক এখনো খেলছেন ঘরোয়া ক্রিকেট। স্কটল্যান্ডের হয়ে ৫৪ ওয়ানডে ও ২১ টি টি-টোয়েন্টি খেলা মজিদ হক শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিলেন বাংলাদেশের বিপক্ষে, নেলসনে ২০১৫ বিশ্বকাপে। ২০০৬ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডে অভিষেক হয়েছিল তার। ২০১৯ সালে সাফিয়ান শরিফ তাকে টপকে যাবার আগ অব্দি মজিদ হক ছিলেন স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারী।