

জাতীয় দলের পেসার শফিউল ইসলামের পিতা জাহিদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে।
আজ (১৭ মার্চ, ২০২০) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন জাহিদুর রহমান। মৃত্যুকালে জাহিদুর রহমানের বয়স হয়েছিল ৬৯ বছর।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শফিউল ইসলাম ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেছে বিসিবি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জনাব জাহিদুর রহমান। বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ চলাকালীন সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট থেকে ঢাকায় ফেরেন শফিউল ইসলাম। স্কোয়াডে থাকা অন্যরা সিলেটে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আনুষ্ঠানিক দলবদল সারলেও শফিউল সারেন ঢাকাতে।
শফিউল ইসলামের পিতা জাহিদুর রহমানের মৃত্যুর খবর সবার নজরে এসেছিল রুবেল হোসেনের ফেসবুক পোস্টের মাধ্যমে।
সেখানে তিনি লেখেন, ‘অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আমার খুব ভালো বন্ধু শফিউল ইসলামের বাবা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।’
অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আমার খুব ভালো বন্ধু শফিউল ইসলাম এর #বাবা মারা গেছে।#ইন্না #লিল্লাহি …
Geplaatst door Rubel Hossain op Dinsdag 17 maart 2020