

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে দেশের ১২৪ টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছিল বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ। যেখানে ক্রিকেট বিভাগে গতকাল (১৫ মার্চ) অনন্য এক কীর্তি গড়ে বসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অয়ন কুমার বিশ্বাস অপু। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে সেঞ্চুরির পাশাপাশি তুলে নেন ৭ উইকেট।
ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে শুরুতে ব্যাট করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওপেনার অয়ন কুমারের সেঞ্চুরির সাথে সোহানের ৬৩ রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ২৬৩ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। ৫০ বলে ৬ চার ১০ ছক্কায় ১০১ রান করেন অয়ন।
দুর্দান্ত এই সেঞ্চুরি তুলে নেওয়ার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র অয়ন হাঁকান টানা ৫ ছক্কা। তিন নম্বরে নামা সোহানের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৬৩ রান, শেষদিকে ঝড় তুলে বায়েজিদ খেলেন অপরাজিত১৪ বলে ৪৬ রানের ইনিংস।
প্রায় অসম্ভব এক লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাত হাতে সেঞ্চুরি তুলে নেওয়া অয়নের বোলিং তোপেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। মাত্র ৩.২ ওভার বল করে ১০ রান খরচায় তুলে নেন ৭ উইকেট। ১২.২ ওভারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গুটিয়ে যায় ৮৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান আসে ওপেনার হাসিবুরের ব্যাট থেকে।
হাসিবুর ছাড়া মাত্র একজন ব্যাটসম্যান ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। ১৭৭ রানের এই বিশাল জয়ে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে তারা হারায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়কে। যদিও করোনা ভাইরাসের কারণে আপাতত স্থগিত আছে এই টুর্নামেন্টটি।