

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর চূড়ান্ত। চলতি বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। ঢাকা ও চট্টগ্রাম হবে দুই টেস্টের ভেন্যু।
চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরের তিন ওয়ানডে ও চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। একই সাথে প্রকাশ হয়েছে জুনে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচিও।
ঘরের মাঠে আগামী জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে ১১ জুন থেকে। তিন দিন বিরতির পর ১৯ থেকে ২৩ জুন মিরপুরে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ শুরুর আগে সফরকারীরা খেলবে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচটির সূচি এখনও নির্ধারিত হয়নি।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচিঃ
প্রথম টেস্ট- ১১-১৫ জুন- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট- ১৯-২৩ জুন- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ দল।
আগেই জানা গিয়েছে আয়ারল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ইংল্যান্ডে। প্রকাশিত সূচি মোতাবেক ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে ভিন্ন ভিন্ন চারটি ভেন্যুতে।
৮ মে আয়ারল্যান্ড পৌঁছে ১১ মে বেলফাস্টের নর্থ ডাউনে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৪, ১৬ ও ১৯ মে একদিনের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলফাস্টের স্টরমন্টে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০ মে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিবে টাইগাররা।
২২ মে লন্ডনের ওভালে প্রথম টি- টোয়েন্টি মাঠে গড়াবে। ২৪ মে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে এসেক্সের চেলমিসফোর্ড। ২৭ ও ২৯ মে তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটির ভেন্যু যথাক্রমে ব্রিস্টল ও বার্মিংহামে। সিরিজ শেষে ৩০ মে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিবে টাইগাররা।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচিঃ
১৪ মে- প্রথম ওয়ানডে- স্টরমন্ট, বেলফাস্ট
১৬ মে- দ্বিতীয় ওয়ানডে- স্টরমন্ট, বেলফাস্ট
১৯ মে- তৃতীয় ও শেষ ওয়ানডে- স্টরমন্ট, বেলফাস্ট
*এর আগে ১১ মে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ
২২ মে- প্রথম টি-টোয়েন্টি- দ্য ওভাল
২৪ মে- দ্বিতীয় টি-টোয়েন্টি- চেলমিসফোর্ড
২৭ মে- তৃতীয় টি-টোয়েন্টি- ব্রিস্টল
২৯ মে- চতুর্থ টি-টোয়েন্টি- এজবাস্টন