

সুপার ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে হারের মুখ দেখালো আয়ারল্যান্ড। ২০ ওভারের ম্যাচ গড়ায় সুপার ওভারে, নাটকীয়তা শুরু। শেষ বলে জিততে হলে আয়ারল্যান্ডের প্রয়োজন ৩ রান- ব্যাট হাতে স্ট্রাইকে কেভিন ও’ব্রায়েন, বোলিংয়ে রাশিদ খান। অবশেষে ৬ মেরে আফগানদের হারায় আয়ারল্যান্ড।
Well deserved. 👏👏👏 pic.twitter.com/ea1yL8H2dE
— Cricket Ireland (@Irelandcricket) March 10, 2020
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে হারে আয়ারল্যান্ড। সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে হলে মঙ্গলবার (১০ মার্চ) ভারতের গ্রেটার নইডার স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে শেষ ম্যাচে জয় পেতে হতো আয়ারল্যান্ডকে। সুপার ওভারের রোমাঞ্চে জিতলো অবশেষে জিতলো কেভিন ও’ব্রায়েনরা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে গ্যারেথ ডিলানির ৩৭, হ্যারি টেক্টরের ৩১ ও ওপেনার কেভিন ও’ব্রায়ানের ২৬ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড ক্রিকেট।
আফগানর বোলারদের দাপুটে বোলিংয়ে বড় ইনিংসের দেখা পাননি আইরিশরা। প্রায় ব্যাটসম্যানই ২ সংখ্যার নিচে রান করেন।
বল হাতে নাভিন, কাইস ৩ ও রাশিদ খান, মুজিব ১টি করে উইকেট শিকার করেন।
১৪৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার রহমতউল্লাহ গুরবাজের ঝড়ো ৪২ রান ও উসমান গনির ১৮ রান ওপেনিং জুটিতে আসে ৬০ রান। ইনিংসের ৯তম ওভারেই ফিরে যান দুই ওপেনার। এরপর ব্যাট হাতে নামা করিম জানাত ১৭ রানে থেকে বোল্ড হন। আফগান অধিনায়ক আসগর আফগানের ৩০ বলে ৩২ রানের ইনিংসে আফগানরা স্বস্তি পায়।
জয়ের জন্য ইনিংসের শেষ বলে আফগানদের দরকার ৫ রান। স্ট্রাইকে থাকা রাশিদ খান জশ লিটলকে ৪ মারলে সমান হয় দু’দলের রান। ইনিংসের শেষ বলের রোমাঞ্চে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
ব্যাটিংয়ে নেমে আইরিশ পেসার ক্রেইগ ইয়ংয়ের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ৮ রান সংগ্রহ করতে পারে আফগানিস্তান। কোনো বাউন্ডারি আসেনি এই ৬ বলে। ৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রাশিদ খানের করা ওভারের দ্বিতীয় বলে ৪। তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান পল স্টার্লিং। জিততে হলে শেষ বলে আয়রাল্যান্ডের দরকার ৩ রান। ৬ হাঁকিয়ে দলকে জেতান কেভিন ও’ব্রায়েন।
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ডঃ ১৪২/৮ (২০ ওভার) স্টার্লিং ০, ও’ব্রায়েন ২৬, বালবার্নি ৯, ডেলানি ৩৭, টেক্টর ৩১, টাকার ৯, গেটকেট ৫, সিমি ১২*, ম্যাককার্থি ০, ইয়াং ৭*; নাভিন ২১/৩, মুজিব ৩২/১, কাইস ২৫/৩, রশিদ ২৪/১
আফগানিস্তানঃ ১৪২/৭ (২০ ওভার) গুরবাজ ৪২, উসমান ১৮, জানাত ১৭, আসগর ৩২, নবি ৪, নাজিবউল্লাহ ০, নাইব ১০, রশিদ ১৪*, কাইস ০*; ডেলানি ২১/২, ম্যাককার্থি ২১/১, সিমি ৩৭/২, লিটল ৩৩/১, ইয়াং ২৯/১
ফলাফলঃ সুপার ওভারে আয়ারল্যান্ড জয়ী
সিরিজঃ তিন ম্যাচের সিরিজে আফগানিস্তান ২-১তে জয়ী
ম্যাচ সেরাঃ কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড)
সিরিজ সেরাঃ রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)