

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর বোর্ড সভা অনুষ্ঠিত হয় (৮ মার্চ)। এই সভায় বেশ কিছু এজেন্ডা নিয়ে সিদ্ধান্ত আসে। তার মধ্যে অন্যতম বিসিবির সাথে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। সেদিনই ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে চুক্তিবদ্ধ ১৬ জন ক্রিকেটারের নাম সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করে বিসিবি।
পরে এই ১৬ জনের সাথে সৌম্য সরকারের নামও যুক্ত হয়। আজ (১০ মার্চ) ১৭ জনের কে কোন গ্রেডে থাকছেন তা জানিয়েছে বিসিবি। শুরুতে চুক্তিতে না থাকা সৌম্য সরকার আছেন ‘এ প্লাস’ গ্রেডে।
এ প্লাস গ্রেডের মাসিক সম্মানী ৪ লাখ টাকা, এ গ্রেডে ৩ লাখ টাকা, বি গ্রেডে ২ লাখ টাকা, সি গ্রেডে ১.৫ লাখ টাকা ও ডি গ্রেডে ১ লাখ টাকা।
দুই বলের চুক্তিতে থাকা মুশফিকুর রহিম ও তামিম ইকবাল পাবেন ৬ লাখ টাকা করে। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ পাবেন ৩ লাখ টাকা করে। তাইজুল ইসলাম পাবেন ২.৫ লাখ টাকা। নাজমুল হোসেন শান্ত পাবেন ১.৫ লাখ টাকা, মোহাম্মদ মিঠুন পাবেন ২ লাখ টাকা।
লাল ও সাদা বলের চুক্তিতে যারা-
ক্রম | নাম | লাল বলের স্যালারি গ্রেড |
সাদা বলের স্যালারি গ্রেড |
১ | মুশফিকুর রহিম | এ প্লাস | এ প্লাস |
২ | তামিম ইকবাল খান | এ প্লাস | এ প্লাস |
৩ | লিটন কুমার দাস | বি | বি |
৪ | মেহেদী হাসান মিরাজ | বি | বি |
৫ | তাইজুল ইসলাম | বি | ডি |
৬ | মোহাম্মদ মিঠুন | ডি | সি |
৭ | নাজমুল হোসেন শান্ত | ডি | ডি |
শুধু লাল বলের চুক্তিতে যারা-
ক্রম | নাম | লাল বলের স্যালারি গ্রেড |
১ | মুমিনুল হক সৌরভ | এ |
২ | নাইম হাসান | ডি |
৩ | আবু জায়েদ চৌধুরী রাহি | ডি |
৪ | এবাদত হোসেন চৌধুরী | ডি |
শুধু সাদা বলের চুক্তিতে যারা-
ক্রম | নাম | সাদা বলের স্যালারি গ্রেড |
১ | মাহমুদউল্লাহ রিয়াদ | এ প্লাস |
২ | সৌম্য সরকার | এ প্লাস |
৩ | মুস্তাফিজুর রহমান | বি |
৪ | মোহাম্মদ সাইফউদ্দিন | সি |
৫ | আফিফ হোসেন ধ্রুব | ডি |
৬ | মোহাম্মদ নাইম শেখ | ডি |
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন যারা (২০১৯ সালের চুক্তিতে ছিলেন)-
১. মাশরাফি বিন মর্তুজা
২. সাকিব আল হাসান
৩. ইমরুল কায়েস
৪. আবু হায়দার রনি
৫. সৈয়দ খালেদ আহমেদ
৬. রুবেল হোসেন
৭. সাদমান ইসলাম অনিক
নতুন করে ২০২০ সালের চুক্তিতে ঢুকেছেন যারা-
নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন চৌধুরী, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ।