

৮ মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আগামীকাল (১ মার্চ)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফিকে সামনে পেলে সাম্প্রতিক সময়ে মাঠের ক্রিকেটের চাইতে তার অবসর-অধিনায়কত্ব প্রসঙ্গেই প্রশ্ন ওঠে বেশি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে আজও ব্যতিক্রম ঘটেনি তার। ম্যাচের আগেরদিন একাদশ, উইকেট, পরিকল্পনা নিয়েই যেখানে হওয়ার কথা প্রশ্ন সেখানে অধিনায়ক মাশরাফির অবসর ইস্যুতেই কেটে যায় সংবাদ সম্মেলনের বেশিরভাগ অংশ। বিশেষ করে বিশ্বকাপে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনাটা আবারও উঠে আসে আলোচনায়।
অভিষেকের পর থেকে দেশের সেরা পেসার হয়েই আছেন বাংলাদেশ ওয়ানডে কাপ্তান। কিন্তু ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পারফরম্যান্স কথা বলছেনা মাশরাফির হয়ে। স্বাভাবিকভাবেই পড়তে হচ্ছে সমালোচনায়। সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠে এই শেষ সময়ে এসে এমন সমালোচনা হওয়াটা কি আত্মসম্মানে লাগছে কিনা মাশরাফির?
এমনিতেই অবসর প্রসঙ্গে প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত মাশরাফি বেশ কড়াভাবেই উত্তর দেন আত্মসম্মানের প্রসঙ্গ আসতেই। আত্মসম্মানের প্রশ্নের জবাবে মাশরাফি ছুঁড়ে দেন পাল্টা প্রশ্ন,
‘প্রথমত হচ্ছে যে আত্মসম্মান বা লজ্জা, আমি চুরি করি মাঠে, আমি কি চোর? খেলার সাথে লজ্জা, আত্মসম্মান আমি মেলাতে পারি না। এতো জায়গায় এতো চুরি হচ্ছে তাদের লজ্জা নাই। আমি মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগে, আমি কি চোর? মানে উইকেট আমি নাই পেতে পারি আমার সমালোচনা করবেন, সমর্থকরা করবে। লজ্জা পেতে হবে কেনো?’
বাংলাদেশের বাইরে কোন দেশের হয়ে খেলছেন না, ফলে লজ্জার ব্যাপারটি মেনে নিতেই ঘোর আপত্তি ওয়ানডে অধিনায়কের, ‘আমি কি বাংলাদেশের হয়ে খেলছি না অন্য কোনো দেশের হয়ে ক্রিকেট খেলছি যাতে আমার লজ্জা পেতে হবে। আমি পারিনি আমাকে বাদ দিয়ে দিবে, জিনিসটা তো সহজ। এখন কথা হচ্ছে যে আমার লজ্জা, আত্মসম্মানবোধ আমি কার সাথে দেখাতে পারবো, আমি তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি। আমি কি বাংলাদেশের মানুষদের বিপক্ষের মানুষ?’
উইকেট না পেলে সমালোচনা হওয়াতে দোষের কিছু দেখেন না মাশরাফি। কিন্তু আত্মসম্মানের প্রশ্নেই তার যত আপত্তি, ‘আমি উইকেট পাই না, আমার সমালোচনা হবে। কিন্তু কথা যখন আসে লজ্জা, আত্মসম্মানবোধ। আমার সমালোচনা করুক, কিন্তু ক্রিকেট খেলতে এসে আমি কি আত্মসম্মান বিসর্জন দিতে আসছি নাকি! আমি কি অন্য দেশের হয়ে খেলতে নামি নাকি, নাকি আমি চুরি করি? এই জিনিসটার সাথে আমি মোটেও একমত না।’