
১ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। গতকাল (২৭ ফেব্রুয়ারি) দুই দলই সিলেটে পৌঁছায়, সকালে প্রথমদিনের অনুশীলন সেরে নেয় জিম্বাবুয়ে। অনুশীলন শেষে জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা উইকেট দেখে জানালেন হাই স্কোরিং ম্যাচই হতে যাচ্ছে।
সবশেষ ১৩ ওয়ানডেতে বাংলাদেশের কাছে হারলেও নিয়মিত খেলার সুবাদে খুব একটা সমস্যা হবেনা বলে -পুরোনো মন্ত্র আবারও জপলেন চিবাবা।
বাংলাদেশের বিপক্ষে নিয়মিত খেলার প্রসঙ্গ টেনে ৩৩ বছর বয়সী চিবাবা বলেন, ‘গত কয়েকবছর ধরে আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশে খেলছি। আমার মনে আছে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার আগেও সাকিব-মুশফিকরা যখন দেশকে প্রতিনিধিত্ব করা শুরু করেনি তখন থেকেই বয়সভিত্তিকে তাদের বিপক্ষে খেলে আসছি।’
‘আপনি জানেন বাংলাদেশ আমাদের দ্বিতীয় বাড়ির মত। এখানে আসতে পেরে আমরা আনন্দিত। আশা করি মাঠে আমরা কিছু ভালো পারফরম্যান্স করতে পারবো।’
আগামী ১, ৩ ও ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ তিনটি। সিলেটে পৌঁছে প্রথমবারের মত আজ (২৮ ফেব্রুয়ারি) অনুশীলন শেষে উইকেট সম্পর্কেও ধারণা দেন ডানহাতি এই ব্যাটসম্যান, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে, কিছুটা ঘাস দেখা যায়। তারা বলছে আগামীকালই এসব ছেঁটে ফেলা হবে। আউট ফিল্ড বেশ ভালো, দ্রুত। আশাকরি হাই স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে। বেশ বিনোদনমূলক ম্যাচ হবে, প্রচুর রান হবে।’
শেষ ১৩ ম্যাচ হারলেও আশাহত হচ্ছেন না চিবাবা। মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে বলছেন জিম্বাবুইয়ান এই ক্রিকেটার, ‘যেকোন কিছু হতে পারে। যারা ভালো খেলবে তাদেরই জয়ের সুযোগ বেশি থাকছে। নির্দিষ্ট দিনে বেসিক খেলাটা খেলতে হবে।’
সাকিব আল হাসানের না থাকাটাও স্বস্তির বলছেন চিবাবা, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়, সে দলের নেই। দলে নতুন একটা সেটাপ এসেছে। সে একের ভেতর দুই, ব্যাটে-বলে সমানতালে খেলেন। সাকিবের না থাকাটা আমাদের জন্য ভালো দিক। সে ভালো মানের একজন ক্রিকেটার।’